×
Entertainment

রনবীরের সঙ্গে চরম ঘনিষ্ঠতায় ঐশ্বর্য, রেগে আগুন জয়া বচ্চন

বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই ও তার থেকে ৯ বছরের ছোট প্রেমিকের সাথে ঘনিষ্ঠতা দেখে একসময় রেগে আগুন হয়েছিল বচ্চন পরিবার। যদিও সেই প্রেমিক ঐশ্বর্যর বাস্তব জীবনের প্রেমিক ছিল না, ছিল অনস্ক্রিন প্রেমিক।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বর্য রাই প্রথমবার রণবীর কাপুরের সাথে অভিনয় করেছিলেন।  আর এই ছবিতে তার থেকে ৯ বছরের ছোট রণবীর কাপুরের সাথে অন্তরঙ্গ ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছিলেন তিনি। মা হওয়ার পরে এই ছবিতে এই প্রথম এমন হট অবতারে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। যা দেখে তার দর্শকদের মনে উষ্ণতার পারদ চড়েছিল।

শুধু ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অন্তরঙ্গ ঘনিষ্ঠ  দৃশ্য নয় রণবীরের কাপুরের সঙ্গে বোল্ড অবতারেও ফটোশ্যুট করিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন । কখনও একই পালঙ্কে আবার কখনও একই চেয়ারে হট পোজে বসে দর্শকদের নজর কেড়েছিলেন।

তবে বচ্চন পরিবার ঐশ্বর্যের এমন দৃশ্য মেনে নিতে পারেনি। এনিয়ে শাশুড়ির সাথে ঐশ্বর্যের বাকবিতন্ডাও দেখা যায়। শুধু তাই নয়,  অভিষেক বচ্চনের সাথেও দূরত্ব শুরু হয় বলে খবর। তবে সময়ের সাথে তাদের মধ্যেকার বাড়তে থাকা দূরত্ব কমে আসে।