×
Entertainment

Aindrila Sharma: বেঁচে থাকলে আজ ২৫ হত, জন্মবার্ষিকীতে ঐন্দ্রিলার পুরনো ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) এই নামটির কথা আসলেই একরাশ খারাপ লাগা ভিড় করে আসে মনে। বছর খানেক আগেও হাসিখুশি, চনমনে মেয়েটির ছবি ও ভিডিওতে ভরে থাকতো নেটপাড়া। কিন্তু আজ সে নেই। দেড় মাস হল সে বিদায় নিয়েছে পৃথিবী থেকে। তবে, আজ তার জন্মদিন। বেঁচে থাকলে ২৪ টি বসন্ত পেরিয়ে আজ ২৫ বছরে পা রাখতেন অভিনেত্রী। আগের বছর অর্থাৎ ২০২২ সালেও এই দিনটা শর্মা পরিবারের কাছে বড় আনন্দের ছিল।

Aindrila Sharma: বেঁচে থাকলে আজ ২৫ হত, জন্মবার্ষিকীতে ঐন্দ্রিলার পুরনো ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের -

কিন্তু আজ এই দিনটায় তাদের পরিবারে সব হাসি যেন মলিন হয়ে গিয়েছে। তবে, ঐন্দ্রিলার মা শিখা শর্মা কিন্তু ছোট মেয়ের স্মৃতিতে আজ কলকাতার ফ্ল্যাটেই দিন কাটাচ্ছেন। তবে, ঐন্দ্রিলার বাবা রয়েছেন বহরমপুরে। আর দিদি রয়েছেন দিল্লিতে। তবে, এই দিনে ঐন্দ্রিলা ফ্ল্যাটে আসতে পারেননি অভিনেতা সব্যসাচী। কেননা তার খুব জ্বর। তবে, আজ সারাদিন ঐন্দ্রিলার স্মৃতিতে ডুব দিয়েছেন তার কাছের মানুষ সহ অনুরাগীরা।

ঐন্দ্রিলা শর্মার ফ্যানক্লাব গুলির পক্ষ থেকে একেরপর এক ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। আর ক্যাপশনে লেখা হয়েছে ‛কেক নিয়ে অপেক্ষা করছি, এসো প্লিজ’। এমনকি ঐন্দ্রিলার চিকিৎসক দিদিও এদিন একটি ভিডিও পোস্ট করেছেন। আর লিখেছেন ‛হ্যাপি বার্থডে বনু’। ভিডিওটি গত বছরের ঐন্দ্রিলার জন্মদিনের। যেদিন হাসি, হৈ-হুল্লোড়ে মেতে উঠেছিল গোটা শর্মা পরিবার।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, দিদি ও সব্যসাচীকে পাশে নিয়ে কেক কাটছে ঐন্দ্রিলা। পাশে রয়েছে মা-বাবা। কেক কেটে মা, বাবা ও সব্যকে খাইয়ে দিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এরপর গালে কেক মাখানো নিয়ে দিদি ও বোনের মধ্যে খানিকটা খুনসুটিও দেখা যায়। সম্প্রতি সেই ভিডিও আবার নতুন করে উঠে এসেছে নেটমাধ্যমে।