×
EntertainmentVideoViral Video

Aindrila Sharma: ‘আমার সব্যর ঐন্দ্রিলা’, সব্যসাচী ও মেয়ের বিশেষ ভিডিও শেয়ার করলেন অভিনেত্রীর মা

‛আমার সব্যর ঐন্দ্রিলা’। ঐন্দ্রিলা ও সব্যসাচীর একটি ছবি পোস্ট করে ক্যাপশন ঐন্দ্রিলার মায়ের। দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল ঐন্দ্রিলা আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। শক্তি, সাহস, যুদ্ধ জয়ের আরেকটি নাম ছিল ঐন্দ্রিলা। দুবার ক্যান্সার জয়ী লড়াকু মেয়েটি তৃতীয়বার আর পারলেন না জীবনের সঙ্গে লড়াই করতে।

টানা ২০ দিনের লড়াই শেষে অবশেষে হার মানলেন জীবনের কাছে। গত রবিবার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ১২ টা ৫৯ মিনিট নাগাদ তার মৃত্যু হয়। প্রিয়জনেরা তার মৃত্যু শোক কিছুতেই মেনে নিতে পারছেন না। আর না পারারই কথা। এমন ফুটফুটে হাসিখুশি একটি মেয়ের এভাবে চলে যাওয়া সত্যিই মেনে নেওয়ার মতো না।

আর এইসময় অভিনেত্রীর নানান ছবি ও ভিডিও ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। যা বারবারই চোখে জল আনছে অনুরাগীদের। আর মাত্র ৩ মাস পরই অভিনেত্রীর ছিল ২৫ তম জন্মদিন। কিন্তু তার আগেই সব শেষ। ঐন্দ্রিলার মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। আর তাইতো মা-দিদি দুজনেই ঐন্দ্রিলার পুরোনো কিছু ছবি ও ভিডিও মাঝে মধ্যে তুলে ধরছেন নেটমাধ্যমে।

আর তেমনই শিখা শর্মা ঐন্দ্রিলা ও সব্যসাচীর একটি ছবি শেয়ার করেছেন। লিখেছেন ‛আমার সব্যর ঐন্দ্রিলা’। ছবিটি ২০০৭ সালের ‛ঝুমুর’ ধারাবাহিকের সেটের। সেটি ছিল ঐন্দ্রিলার প্রথম ধারাবাহিক। আর সেখান থেকেই আলাপ হয় সব্যর সঙ্গে। তারপর থেকে ঐন্দ্রিলার সমস্ত বিপদে সমানভাবে পাশে থেকেছেন সব্য। এমনকি আজ ঐন্দ্রিলার চলে যাওয়ার পরেও তার পরিবারের পাশে সমানভাবে রয়েছেন সব্যসাচী।