মারা গিয়েও সকলের মনে রয়ে গেছেন, টিভির পর্দায় ফিরছেন ঐন্দ্রিলা, এইদিন থেকে দেখুন ‘জিয়নকাঠি’

ফের একবার পর্দায় ফিরতে চলেছেন ঐন্দ্রিলা (Aindrila Sharma)। আজ ১৪ দিন হতে চললো ঐন্দ্রিলা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তার মৃত্যুশোকে আজও ভারাক্রান্ত পরিবার থেকে অনুরাগীদের মন। আজও তার মৃত্যু ভুলতে পারছেন না কেউই। খাঁ খাঁ করছে তার কুদঘাটের বাড়ি। ঐন্দ্রিলার স্মৃতি আঁকড়েই দিন কাটছে তার বাবা মায়ের। দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আবারও সুস্থ হয়েছিলেন ঐন্দ্রিলা।
ফিরে এসেছিলেন নিজের কাজের জগতে। কিন্তু হঠাৎ ১ নভেম্বর ব্রেন স্টোকে আক্রান্ত হন অভিনেত্রী। শত চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু শিল্পীর মৃত্যুর হয়না। সে সারাজীবন বেঁচে থাকেন তার কাজের মধ্যে দিয়ে। কিন্তু কিভাবে তাই ভাবছেন নিশ্চই? ২০১৭ সালে ‛ঝুমুর’ ধারাবাহিক দিয়ে নজরে আসে দর্শকদের। এরপর ধীরে ধীরে নিজের কাজের মধ্যে দিয়ে জায়গা করে নেন দর্শকদের মনে।
তার ৫ বছরের কেরিয়ারে অসংখ্য মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। যা আজও বহমান। তবে, এরই মাঝে ঐন্দ্রিলার চলে যাওয়া বড় ধাক্কা সকলের কাছে। সম্প্রতি এবার চ্যানেল কর্তৃপক্ষ ঐন্দ্রিলার স্মৃতিতে নিল বড়সড় উদ্যোগ। ঐন্দ্রিলাকে শ্রদ্ধা জানিয়ে সান বাংলায় আবারও সম্প্রচারিত হতে চলেছে ‛জিয়ন কাঠি’। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন জাহ্নবী ওরফে ঐন্দ্রিলা।
View this post on Instagram
তার বিপরীতে প্রথমদিকে দেখা গিয়েছিল অভিনেতা জয় মুখোপাধ্যায়কে। পরে দেখা গিয়েছিল সোমরাজ মাইতিকে। ৫ ডিসেম্বর অর্থাৎ সোমবার বিকেল ৫.৩০ থেকে সান বাংলার পর্দায় দেখানো হবে এই ধারাবাহিক। চ্যানেলের এই উদ্যোগকে রীতিমতো সাধুবাদ জানিয়েছেন ঐন্দ্রিলার অনুরাগীরা। ‛জিয়নকাঠি’ র হাত ধরে ফের একবার টেলিভিশনের পর্দায় জীবন্ত হয়ে উঠবে আমাদের সকলের প্রিয় ঐন্দ্রিলা।