ক্যান্সারকে জয় করে এসে দাদার মঞ্চে চ্যাম্পিয়ন হয়েছিলেন ঐন্দ্রিলা, পুরনো ভিডিও শেয়ার করলেন অভিনেত্রীর মা

ফের একবার মেয়ের স্মৃতিকে আবেগঘন ঐন্দ্রিলার (Aindrila Sharma) মা শিখা শর্মা (Shikha Sharma)। সময় যে কিভাবে চলে যায় তা বোঝা বড় দায়। দেখতে দেখতে আজ ১১ দিন হয়ে গেল ঐন্দ্রিলা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তবুও তার হাজার একটা স্মৃতি ঘুরপাক খাচ্ছে এদিক সেদিক। আর সেই নিয়েই দিন কাটাচ্ছে তার পরিবারের লোকজন। ফুটফুটে হাসিখুশি মেয়েটির চলে যাওয়া আজও মেনে নিতে পারছে না তার পরিবার।
একেরপর এক গড়ে তোলা স্বপ্ন গুলো যেন নিমেষেই মিলিয়ে গেল। ছোট থেকে ঐন্দ্রিলা বেশ ডানপিঠে হলেও প্রতিটি কাজে কিন্তু সে সবার সেরা ছিল। তা সে নাচ বলুন বা গান অথবা হোক সে আবৃত্তি। এমনকি অভিনয় জগতে এসেও নিজের সুদক্ষ অভিনয়ের জেরে কম সময়ের মধ্যেই টেলি ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতিও তৈরি করেছিলেন। বিভিন্ন রিয়েলিটি শো থেকে শুরু করে অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চেও দেখা মিলতো তার।
View this post on Instagram
তেমনই একবার ‛দাদাগিরি’ র মঞ্চে হাজির হয়েছিলেন ঐন্দ্রিলা। দ্বিতীয়বারের মতো ক্যান্সারকে হারিয়ে তিনি আবারও একবার ফিরে এসেছিলেন জীবনের মূল স্রোতে। আর তারপরই দাদার মঞ্চে ডাক পেয়েছিলেন। আর সেখানেই সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ঐন্দ্রিলা। শুধু তাই নয় দাদার এই মঞ্চে ঐন্দ্রিলাকে ‛এতো আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া’ গানে নাচতেও দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে।
View this post on Instagram
২০১৫ সাল থেকে মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলা এদিন দাদার মঞ্চে এসেও জানিয়েছিলেন তার জীবন জয়ের কাহিনী। জীবনযুদ্ধে তার লড়াইকে কুর্নিশ জানিয়েছেন মহারাজা। এমনকি বলেছিলেন ‛সবার আয়ু যেন তোমার লাগে’। এছাড়া দাদার সঙ্গে হিন্দি গানেও নাচতে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে। এসব ভিডিওই আজ ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। যা বারবার শেয়ার করেছেন তার পরিবারের লোকজন।
এভাবেই ঐন্দ্রিলাকে তারা বাঁচিয়ে রাখছেন। দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে বেশ ভালোই দিন কাটছিল। কিন্তু হঠাৎ করে ১ নভেম্বর ব্রেন স্টোকে আক্রান্ত হন অভিনেত্রী। এরপর শত চেষ্টা শত লড়াই করেও আর বাঁচানো যায়নি তাকে। অবশেষে ২০ নভেম্বর দুপুর ১২ টা ৫৯ মিনিট নাগাদ ঐন্দ্রিলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।