ফের বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া, সেরা দশ থেকে ছিটকে গেল মিঠাই, দেখুন চমকে দেওয়া TRP তালিকা

Bengali Serial TRP: বাংলা ধারাবাহিকের হাল ফেরাতে কিন্তু চ্যানেল গুলি যতটা পরিশ্রম করছে। কিন্তু সাধারণ মানুষ কিছু কিছু বাংলা ধারাবাহিকের গল্পগুলিকে একঘেয়ে বলতে শুরু করেছেন। যেমন ইতিমধ্যেই ‘মিঠাই’ ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শকরা। বাংলা ধারাবাহিকে ‘মিঠাই’ এখনো পর্যন্ত সবথেকে সফল এক ধারাবাহিক বললে কোনো ভুল হবে না। কিন্তু একঘেঁয়ে গল্পের ফলেই কার্যত প্রথম দশ থেকে বিদায় নিয়েছে মিঠাই(Mithai)।
অন্যদিকে নম্বরের হিসাবে নয় নম্বর থেকে আটের ঘরে এসেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa)। যদিও তাঁর পরেও টিআরপি লিস্টে নিজের প্রথম জায়গাটি ধরে রেখেছে এই ধারাবাহিক। তবে প্রথম স্থান স্টার জলসার দখলে থাকলেও দুই থেকে চারে কিন্তু শুধুই জি বাংলা দাপিয়ে বেড়াচ্ছে। মোট পাঁচটি ধারাবাহিক দিয়ে একেবারে জায়গা পাঁকা করে রেখেছে এই চ্যানেল। চলুন এই সপ্তাহের টিআরপি লিস্ট আপনাদের একটু জানিয়ে দেওয়া যাক।
১) অনুরাগের ছোঁয়া- যার প্রাপ্ত নম্বর ৮.৭
২) দ্বিতীয় স্থানে আছে – জগদ্ধাত্রী যার প্রাপ্ত নম্বর ৮.০
৩) তৃতীয় হয়েছে – খেলনা বাড়ি, ৭.৫ নম্বর নিয়ে
৪) চতুর্থ স্থান অধিকার করেছে একসাথে – গৌরী এলো/ নিম ফুলের মধু। তাদেরকে দুজনেরই প্রাপ্ত নম্বর ৭.৩
৫) পঞ্চম স্থানে – রাঙা বউ যিনি পেয়েছেন ৬.৭
৬) ষষ্ঠ হয়েছে – পঞ্চমী যার প্রাপ্ত নম্বর ৬.৩
৭) সপ্তম স্থানে – মেয়েবেলা (৬.১)
৮) অষ্টম স্থান দখল করেছে – সোহাগ জল (৬.০)
৯) নবম স্থানে নতুন ধারাবাহিক – হরগৌরী পাইস হোটেল (৫.৯)
১০) দশম স্থানে সবার প্রিয় – গাঁটছড়া যার প্রাপ্ত নম্বর ৫.৮
‘ফড়িং’ ধারাবাহিক শেষ হয়ে গেছে, সেই জায়গায় শুরু হয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। প্রথম থেকেই ধারাবাহিকের গল্প বেশ প্রভাবিত করেছে দর্শকদের। নিম ফুলের মধু ধারাবাহিকের শাশুড়ি ও বৌমার সাংসারিক খুঁনসুটিতে সবথেকে বেশি মজে দর্শকরা। কিন্তু পরের সপ্তাহে টিআরপি লিস্টের খেলায় যে বড়সড় পরিবর্তন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।