×
EntertainmentVideoViral Video

MMS ফাঁসের পর এই ভিডিওর জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অঞ্জলী আরোরা, দেখে অবাক নেটবাসী

‘কাঁচা বাদাম’ গান যতটা না ভাইরাল হয়েছিল তার থেকে দ্বিগুন ভাইরাল হয়েছিল সেই গানে অঞ্জলি আরোরার (Anjali Arora) জবরদস্ত নাচ। ইন্টারনেট সেনসেশন বলা যায় এখন অঞ্জলিকে। টিকটক ও পরবর্তীতে ইনস্টাগ্রাম রিল ভিডিও থেকে উঠে আসা অঞ্জলি মিলিয়ন ফ্যান ফলোইং পেয়েছেন। কঙ্গনা রাণাওয়াত (Kangana Ranaut) সঞ্চালিত রিয়েলিটি শো ‘লক-আপ’ প্রথম সিজনের প্রতিযোগী ছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Anjali Arora (@anjimaxuofficially)

কিছুদিন আগেই অঞ্জলীর কুরুচিকর একটি এমএমএস কার্যত লিক হয়ে যায়। প্রতিটি মানুষ সেই ভিডিও দেখে অঞ্জলিকে নিয়ে কটূক্তি করেছেন। সেসব যদিও চাপা পড়ার পরে আবারো রিল ভিডিও তৈরির কাজে লেগে পড়েছেন অঞ্জলি। এবার অঞ্জলি নিজের আপলোড করা ভিডিওর মধ্যে দিয়ে রীতিমতো উপস মুহূর্তের শিকার হয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Anjali Arora (@anjimaxuofficially)

রেড প্রিন্টেড ওয়ান পিস শর্ট ড্রেস পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি নাচ শুরু করেন। প্রতিবারের মতো এই ভিডিওতেও ছিল উষ্ণতার ছোঁয়া। তবে ভিডিওর শুরুতেই তার অতিরিক্ত ছোট পোশাকের জন্য অন্তর্বাস দেখা যায়। অঞ্জলি নিজেও বুঝে একটু অস্বস্তি বোধ করতে থাকেন। তবে এই ভিডিও ইতিমধ্যেই হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল। ইতিমধ্যেই ৫.৬ মিলিয়ন মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Anjali Arora (@anjimaxuofficially)

কমেন্ট বক্সে তার রূপ ও এই নাচের যেমন প্রশংসা করেছেন তেমনই অনেকেই আবার তার চরিত্র ও এমএমএস কান্ড নিয়ে কটূক্তি করেছেন। ইনস্টাগ্রামে তার বর্তমানে ১২.২ মিলিয়ন ফলোয়ার্স আছে। এদিকে দিয়ে বলিউডের অনেক নামি সেলিব্রেটিদের থেকেও এগিয়ে আছেন অঞ্জলি। তাকে খারাপ করার জন্যই যে সেই এমএমএস বানানো হয়েছিল তা বলেছেন অঞ্জলীর ফ্যানেরা। ১৯৫১ সালের সিনেমা ‘বাহার’-এর বিখ্যাত গান ‘সঁইয়া দিল মে আনা রে’-র রিমেক গানে আইটেম ডান্স করেছেন অঞ্জলি যা কিছুদিন আগেই রিলিজ করেছিল। তাই বলা যায়, তিনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই থেমে নেই তিনি গুটি গুটি পায়ে বলিউডের দিকেও পা বাড়াচ্ছেন অঞ্জলি আরোরা।