জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এক হয়ে গেল মেঘ-নীল, কান্নায় ভেঙে পড়লো ময়ূরী! জানুন আসল ব্যাপারটা
Icche Putul: জল্পনার অবসান, দর্শকদের দাবি মেনে ফের এক হয়ে গেলেন মেঘ-নীল!

Icche Putul: সময় যত এগোচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে জি বাংলার জনপ্রিয় মেগা ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। ধারাবাহিকের প্রত্যেকটি পর্বেই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা। নিত্য দর্শকরা জানেন যে গল্পের নায়িকা মেঘের সবচেয়ে বড় শত্রু তার নিজের দিদি ময়ূরী। বোনের ক্ষতি করতে কখনোই পিছুপা হন না তিনি। তাঁর ছলচাতুরির জেরেই শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ি ফিরে যেতে হয়েছে মেঘকে। তবুও শান্তি পাচ্ছে না সে।
Icche Putul
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা দিয়েছে ঠাম্মির অনুরোধ রাখতে গিনির বিয়েতে এসেছে মেঘ। স্ত্রীকে দেখেই ফের একবার নতুন করে তাঁর প্রেমে পড়লেন নীল। কিছুতেই যেন তার দিক থেকে চোখ সরাতেই পারছেন না তিনি। যদিও এই ঘটনা নজর এড়িয়ে গেল না কুটনি ময়ূরীর। সে মেঘকে নীলের সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। আর এসবের মাঝেই প্রকাশ্যে চলে এলো ধারাবাহিকের আগামী পর্ব।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গেল, মেঘকে নীল বলেন, ‘আমার সাথে একটু বাইরের দিকে যাবে’। এই কথা শুনেই রাজি হয়ে যায় মেঘ। তারা দুজনেই বাড়ির বাইরের দিকে চলে যায়। অন্যদিকে তাদের পিছু ধাওয়া করেন ময়ূরী। মেঘকে নীল বলে, ‘তোমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে। আমরা কী সমস্ত কিছু ভুলে আবার এক হয়ে যেতে পারি না?’
স্বামীর এমন প্রস্তাব শুনে রীতিমত অবাক হয়ে যান মেঘ। সে একপ্রকার জানিয়ে দেয় গাঙ্গুলী পরিবারে আর কোনো মতেই ফিরবেন না তিনি। যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে নয়, এই ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে। তাই এই ভিডিও কতটা সত্য সেই বিষয়ে সন্দেহ আছে। আসলে বর্তমানে এই ধারাবাহিকের দর্শকরা দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন। একপক্ষ চাইছে আবারও নতুন করে সংসার পাতুক মেঘ-নীল। আর অন্য পক্ষ চাইছে নীলকে ডিভোর্স দিয়ে অবিলম্বে নতুন করে জীবন শুরু করুক গল্পের নায়িকা। এখন দেখার দর্শকের কোন দাবিটা পূরণ করেন নির্মাতারা।