Serial Update: মিঠাই-মেয়েবেলার পর বন্ধ হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক

এবার যেন টেলিপাড়ায় সিরিয়াল বন্ধের হিড়িক উঠেছে! একেএকে বন্ধ হচ্ছে পুরোনো সব ধারাবাহিক! ইতিমধ্যেই ‛মিঠাই’ (Mithai) বন্ধের খবর আশাকরি কারোর কাছে অজানা নয়। এমনকি হয়ে গিয়েছে শেষপর্বের শ্যুটিংও। এমনকি স্টার জলসার আরও এক চর্চিত মেগা মেয়েবেলাও (Meyebela) নাকি বন্ধের মুখে। আগামী ১১ জুন শেষবারের মতো নাকি এই দুই ধারাবাহিক সম্প্রচারিত হবে।
তবে, কিছুদিন আগেই সিরিয়ালের নায়িকা স্বীকৃতি মজুমদার ইনস্টাগ্রাম লাইভে এসে জানিয়েছিলেন যে, ধারাবাহিক বন্ধ হচ্ছে না। বরং স্লট বদল হচ্ছে। কিন্তু তারপর আসা খবর থেকে জানা যাচ্ছে যে, কোনো স্লট বদল নয় এবার মেয়েবেলা (Meyebela) বন্ধের মুখেই পড়তে চলেছে। তবে, এই দুই সিরিয়ালের পাশাপাশি আরও একটি সিরিয়ালের ঘাড়ে এবার কোপ পড়লো বন্ধের।
কিন্তু সেটা কোন সিরিয়াল তাই ভাবছেন নিশ্চই? বর্তমানে বাংলা টেলিভিশনের পর্দায় অন্যতম পুরোনো একটি ধারাবাহিক হল ‛সুন্দরী’ (Sundori)। যেটি কিনা ২০২১ সালে পর্দায় এসেছিল। আর এবার এই ধারাবাহিকও ইতি টানতে চলেছে। এই সিরিয়ালের মধ্যে দিয়ে এক কালো মেয়ের লড়াইয়ের গল্প উঠে এসেছে পর্দায়। ধারাবাহিকে সুন্দরীর চরিত্রে অভিনয় করেছেন সুশ্রীতা ঘোষ।
সান বাংলার (Sun Bangla) পর্দায় চলা এই ধারাবাহিক প্রথম থেকেই বেশ জনপ্রিয়তা পেয়ে এসেছিল। সমাজে সৌন্দর্য্যের মাপকাঠি হল ফর্সা রং। এর তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প হল ‛সুন্দরী’। এই ধারাবাহিক বিদায় নেওয়ার পর ১২ জুন থেকে সান বাংলার পর্দায় ব্রহ্মচারী পরিবারের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক ‛বিয়ের ফুল’।