
Anjana Basu : বাংলা টেলিভিশন (Television) তথা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অঞ্জনা বসু (Anjana Basu)। ছোটপর্দায় একাধিক ধারাবাহিকে তাকে দেখা গেছে পার্শ্ব চরিত্রে। কিছুদিন আগেও ‛পিলু‘ (Pilu) ও ‛মন মানে না’ (Mon Mane Na) ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে। এমনকি ‛দিলখুশ’ (Dilkhush) নামের সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে, দীর্ঘদিন ধরে তাকে আর দেখা যাচ্ছে না ছোটপর্দায়। আর সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা।
After a long time Anjana Basu came on serial set
তাহলে কি রাজনৈতিক কেরিয়ারের জন্য বিনোদন জগৎ থেকে সরে এসেছেন অভিনেত্রী? আসলে তেমনটা নয়। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অঞ্জনা (Anjana Basu)। এমনকি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, তাঁর বাঁচার আশাও নাকি ছিল না। আর সেই কারণেই তাকে আর পর্দায় দেখা যায়নি। এমনকি অসুস্থতা নিয়েই নাকি সেরেছেন শ্যুটিং। আর সেকথা তিনি নিজেই জানিয়েছেন।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন যে, ‛আমার দু’বার কোভিড হয়েছে। দ্বিতীয়বার কোভিডের সঙ্গে ডেঙ্গিও হয়েছিল। ফুসফুস, কিডনি সবটাই নষ্ট হয়ে গিয়েছে। আগে ডায়েবেটিস ছিল না। এখন সে রোগও ধরেছে। আমার জরায়ুতে একটা বিশাল আকারের টিউমার ছিল। সেটাও অপারেশন করতে হয়। আমার বাঁচার আশা ছিল না। ফিরে এসেছি। আবার পুরনো জীবনে ফিরছি, সেটাই অনেক’।
View this post on Instagram
তবে, আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী। ইতিমধ্যেই সিরিয়ালের জন্য তার লুক সেট হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে তিনি ফিরবেন ফ্লোরে। তিনি জানিয়েছেন যে, যেকটা দিন তিনি কাজ করেননি খুব মিস করেছেন কাজটাকে। তবে, আপাতত তিনি পুরোপুরি ভাবে কাজে মন দিতে চান। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মঞ্চেও যোগ দিয়েছেন অঞ্জনা। বিজেপির হয়ে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে লড়েছিলেন অভিনেত্রী। যদিও জিততে পারেনি। Humppy-র পক্ষ থেকে অভিনেত্রী অঞ্জনা বসুর শারীরিক সুস্থতা কামনা করি।