×
EntertainmentVideoViral Video

KK-র গান গেয়ে মঞ্চ মাতালেন আদৃত, সিডের কনসার্টে সৌমীতৃষা ছাড়া হাজির সম্পূর্ন ‘মিঠাই’ পরিবার, ঝগড়া কি এখনও মেটেনি!

Adrit Roy Concert কেকে-র ‛আলবিদা আলবিদা’ গান গেয়ে মঞ্চ মাতালেন মিঠাইয়ের উচ্ছেবাবু ওরফে আদৃত রায় (Adrit Roy)। বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛মিঠাই’। আর সেখানে নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আদৃত রায়। তার অভিনয়ে রীতিমতো মুগ্ধ সকলেই। তার লুক, স্টাইল সবকিছুই নজর কাড়ে নেটিজেনদের। সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখলেও বর্তমানে ছোটপর্দা কাপাচ্ছেন আদৃত।

সকলেই জানেন যে অভিনয়ের পাশাপাশি আদৃত (Adrit Roy) খুব ভালো গানও গায়। তার নিজস্ব একটা ব্যান্ডও আছে। যেটির নাম ‛পোস্টার বয়েজ’। এই ব্যান্ড নিয়ে বিভিন্ন জায়গায় শোও করে থাকেন। সম্প্রতি নিউটাউনের নজরুল তীর্থে আদৃতের ব্যান্ডের একটি কনসার্ট ছিল। আর সেখানেই প্রয়াত গানের জাদুকর কেকে-র গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন অভিনেতা তথা গায়ক আদৃত।

KK-র গান গেয়ে মঞ্চ মাতালেন আদৃত, সিডের কনসার্টে সৌমীতৃষা ছাড়া হাজির সম্পূর্ন ‘মিঠাই’ পরিবার, ঝগড়া কি এখনও মেটেনি! -

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘মিঠাই’ পরিবারেই সদস্যরা। দর্শকাশন থেকে তাদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। ঠাম্মি, পিসি, টেস, দিদিয়া, রাতুল, রাজীব সকলেই উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। তবে, মিঠাই ওরফে সৌমিতৃষাকে (Soumitrisha Kundu) দেখা যায়নি এই অনুষ্ঠানে। আর সেই নিয়েই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন। তাহলে কি এখনও আদৃত সৌমীতৃষার মধ্যে ঝামেলা মেটেনি? যদিও এই নিয়ে তাদের কেউই খোলাখুলি কিছু বলেননি।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই আদৃত ও সৌমিতৃষার (Adrit-Soumitrisha) সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ জলঘোলা হয়েছে। টেলিপাড়া সূত্রে খবর সৌমিতৃষা নাকি আদৃতকে পছন্দ করেন। ওদিকে আদৃত ও কৌশাম্বী নাকি একে অপরকে পছন্দ করেন। সেই নিয়েই তাদের মধ্যে বিবাদ। যদিও একথা কতটা সত্যি নাকি অন্য কোনো কারণে দুজনের মধ্যে বিবাদ সেকথা বলবে সময়ই।