মিঠাইয়ের সঙ্গে ঝামেলার চর্চা নিয়ে এই প্রথম মুখ খুললেন আদৃত, নিন্দুকদের মুখে একেবারে ঝামা ঘষে দিল উচ্ছেবাবু

Adrit-Soumitrisha : সৌমিতৃষার সঙ্গে মনোমালিন্যের চর্চা নিয়ে প্রথমবার মুখ খুললেন আদৃত। পর্দায় সিডি বয় ও মিঠাই রানীর মাখোমাখো সম্পর্কের সমীকরণ নজরে এলেও বাস্তবে দুজনের মধ্যে বেশ ঝামেলা রয়েছে। দীর্ঘদিন ধরে সেই গুঞ্জনেই উত্তাল টেলিপাড়া। পর্দায় যারা একে অপরকে চোখে হারায় বাস্তবে তাদের প্রায় মুখ দেখাদেখি বন্ধ বললেই চলে। এমনকি সেটের মধ্যে তারা একে অপরকে এড়িয়েও চলেন।
তবে, অভিনেতা ও অভিনেত্রী হিসেবে নিজেদের সেরাটা পর্দায় ফুটিয়ে তুলতে তারা কিন্তু এক বিন্দুও খামতি রাখেন না। আর তাইতো ক্যামেরা অন হলেই সিড ও মিঠাইয়ের চরিত্রে তারা তাদের সেরাটা দিয়ে থাকেন। তবে, ঠিক কি কারণে দুজনের মধ্যে এমন বিবাদের সৃষ্টি সেই নিয়ে উঠেছে নানান প্রশ্ন। তবে, ঘনিষ্ঠমহল সূত্রে দাবি সৌমিতৃষা (Soumitrisha Kundu) নাকি আদৃতকে পছন্দ করেন। ওদিকে আদৃত ও কৌশাম্বী নাকি একে অপরকে পছন্দ করেন। সেই নিয়েই তাদের মধ্যে চলছে বিবাদ।
যদিও এই কথার সত্যতা যাচাই করেনি Humppy ডেস্ক। তবে, এই প্রসঙ্গে এবার আদৃত এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে, ‛মানুষজন শো টা দেখছে সেটাই এনজয় করুক। আমি অনেকসময় অনেক পেজে দেখি মানুষজন স্টুপিড জিনিসপত্র লেখে। এমনকি আমার প্রথম ছবির পরও আমি এইসব কমেন্ট পড়তাম। মানুষ চাইতো আমি মরে যাই। তবে যতদূর এইসব কমেন্ট থেকে দূরে থাকা যায় ততই ভালো’।
এমনকি অভিনেতা আরও বলেন যে অনেকেই আছেন যারা ফেক প্রোফাইল তৈরি করে যা ইচ্ছে লেখেন। তাই কাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেব? ভুয়ো একাউন্ট থেকে যারা কমেন্ট করেন আমার কাছে তাদের অস্তিত্ব নেই। এমনকি আদৃতের কথা আমরা সবাই একসঙ্গে কাজ করি। আমাদের উপর চ্যানেলের ভরসা রয়েছে। তাই আমাদের বিষয় আমরাই মিটিয়ে নিই। বাইরের লোকজনের কমেন্টে কি বলা উচিত তা আমার জানা নেই। এককথায় বলতে গেলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন অভিনেতা।