বিশেষ দিনে দিদিয়ার সঙ্গে হাসিমুখে পোজ সিদ্ধার্থর, সত্যিই কি প্রেম করছেন আদৃত-কৌশাম্বি! তুমুল জল্পনা নেটপাড়ায়

Adrit-Kaushambi: ‛দিদিয়া’র কাঁধে হাত দিয়ে হাসিমুখে পোজ দিল সিডি বয়! ছবি প্রকাশ্যে আসতেই তুমুল ভাইরাল। বৃহস্পতিবার রাতে আদৃতের ফ্যান পেজ থেকে ভাইরাল হয়েছে আদৃত ও কৌশাম্বির এই ছবি। কিন্তু হঠাৎ একসঙ্গে তাদের দেখা মিললো কেন তাই ভাবছেন নিশ্চই? তাহলে কি তারা ডেটিংয়ে গিয়েছিলেন নাকি অন্যকিছু এসব কথাই ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।
তবে, চলুন বিষয়টি খোলসা করে বলা যাক। আদতে ছবিটি কবে বা কোথায় তোলা তা জানা যায়নি। কিন্তু বৃহস্পতিবার ছিল কৌশাম্বি (Kaushambi Chakraborty)-র জন্মদিন। আর সেদিনই একই ফ্রেমে হাসিমুখে ধরা দিলেন মিঠাইয়ের উচ্ছেবাবু ও দিদিয়া। এদিন আদৃত (Adrit Roy)-এর পরনে ছিল আসমানি নীল রঙের শার্ট। ওদিকে দিদিয়া ওরফে কৌশাম্বির পরনে ছিল প্রিন্টেড শর্ট ড্রেস। সুপ্রিয়ার সঙ্গে ব্রেকআপের পর থেকেই কৌশাম্বির সঙ্গে সম্পর্ক নিয়ে বারবার চর্চায় উঠে আসেন সিডি বয়।
যদিও নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে আদৃত কিংবা কৌশাম্বি দুজনের কেউই চাননা। আর তাইতো আদৃত-কৌশাম্বির (Adrit-Kaushambi) অফস্ক্রিন কেমিস্ট্রির চর্চা চলছে সর্বত্র। যদিও ঘনিষ্ঠ মহল সূত্রে খবর পর্দায় একে অপরের সম্পর্ক ভাই বোনের হলেও বাস্তবে তা একেবারেই নয়। তবে, আদৃতের কথায় কৌশাম্বি হল তার বেস্ট ফ্রেন্ড। এমনকি বেশ কিছুদিন আগেও অভিনেত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন আদৃত। আর যার ক্যাপশনে লিখেছিলেন ‛দুটো মানুষ, যারা অন্যের ব্যাপারে কথা বলে না বা সবকিছুতে নাক গলায় না…মানুষের কাজ হল বলা আর আমাদের কাজ বিন্দাস থাকা। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে’।
View this post on Instagram
ওদিকে আদৃত-কৌশাম্বির সম্পর্কের কারণে সৌমিতৃষা ও আদৃতের (Adrit-Soumitrisha) সম্পর্কে ফাটল ধরেছে বলে গুঞ্জন। সম্প্রতি দিদিয়া ও সিডি বয়ের ছবি ফ্যানপেজের পক্ষ থেকে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে যে ‛বোনের সঙ্গে’। আর এই ক্যাপশন দেখে একের পর এক কমেন্টের বন্যায় ভরায় নেটিজেনরা। কেউ লিখেছেন ‛কি ইমোজি দেবো বুঝতে পারছি না’। আবার কেউ তো বলেই বসলেন ‛এটা মর্ডান ডে ভাইবোনের সম্পর্ক’। সব মিলিয়ে আদৃত-কৌশাম্বির এই ছবি এখন নেটিজেনদের মুখরোচক চর্চার বিষয় হয়ে উঠেছে।