Bhojpuri Video : বৃষ্টি ভেজা রাতে হটেস্ট রানীর সাথে চরম ঘনিষ্ট মুহূর্তে আদিত্য, ভুলেও দেখবেন না পরিবারের সামনে

অভিনেত্রী রানী চ্যাটার্জী (Rani Chatterjee) ভোজপুরী সিনেমার অন্যতম নায়িকা। তিনি কার্যত তার যৌবনের রঙে সকল সিন্ রাঙিয়ে তুলেছেন অজান্তেই। এবার তার সঙ্গী এক নতুন অভিনেতা। যার সাথে ব্যাপক রোমান্স করছেন ভোজপুরি অভিনেত্রী। যে রোমান্স কার্যত মুখে বলে বোঝানো সম্ভব নয়। যদিও বাস্তবে নয় বরং সিনেমাতে এই জুটির কোনো প্রতিযোগী খুঁজে পাওয়া যাবে না। ভোজপুরী সিনেমার গান গুলি সবসময়ই ভাইরাল (Viral) হয় যে কারণে দর্শকরা খুবই পছন্দ করেন। এবারও এই জুটির বিখ্যাত সিনেমার ঘাম ঝরানো একটি গান হয়ে উঠেছে চরম ভাইরাল। তাহলে চলুন সেই গানটি সম্পর্কে আপনাদের জানানো যাক।
Song : দুধিয়া গড়িয়া (Dudhiya Goriya)
Movie : শ্রীমান শ্রীমতি (Shriman Shrimati)
Cast : আদিত্য ওঝা (Aditya Ojha), রানী চ্যাটার্জী (Rani Chatterjee)
Singers : এই গানটি গেয়েছেন মোহন রাঠোর (Mohan Rathod)
Song Story : ভিডিওর শুরুতেই রানী ও আদিত্য উপস্থিত জমজমাট মুহূর্তে। রানীর পরনে তীব্র ছোট পোশাক সাথেই যেন আগুন ঝরানো ফিগার। শুধু তাই নয় প্রতিটা সময় যেন রোমান্টিক সিন্ দেখা গেছে। তবে ভিডিওর শেষের দিকে রানী ও আদিত্য উপস্থিত এক বৃষ্টিভেজা রাতে। সেখানে ছোট স্কার্ট ও একটা শর্ট শার্ট পড়েছে রানী। তার শরীর সম্পূর্ণ ভিজে উঠেছে। এই দৃশ্য দেখলে আপনিও ভিজতে চাইবেন তার সাথে। কার্যত রানীর যৌবনকে শুষে নিলেন তিনি। নায়িকার লাস্যময়ী এক্সপ্রেশন যা দেখলে শরীর ঘাম ছাড়তে বাধ্য আপনার। তাই দুর্দান্ত এই ভিডিওটি কোনোভাবেই মিস করা যাবে না।
Streaming Channel : ‘বিফোরইউ ভোজপুরি’ নামের চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
Views : ২ বছরের মধ্যে ১,২২,৬২,৬০০ জন দর্শক দেখে নিয়েছেন এই দুর্দান্ত ভিডিও।