Entertainment

Ushasi Ray: নুসরতের প্রাক্তন স্বামী নিখিলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঊষসী

নুসরতের প্রাক্তন স্বামী নিখিল জৈনর সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী ঊষসী (Ushasi Ray)। সেলিব্রেটিদের রিল ও রিয়েল এই দুটি জীবন হয়। রিল লাইফে তারা যা করেন রিয়েল লাইফে তা করেন না। তাদের দুটো জগৎ পুরোপুরি আলাদা। কিন্তু ভক্তরা সেকথা মানতে একেবারেই নারাজ। আর তাইতো ‛রঙ্গোলি ফ্যাশানস’ র জন্য যেদিন থেকে ঊষসী মডেলিং করছেন সেদিন থেকেই শুরু হয়েছে জোর গুঞ্জন।

রঙ্গোলি ব্র্যান্ডের কর্ণধার নিখিল জৈন র (Nikhil Jain) সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে ঊষসীর। সম্প্রতি রঙ্গোলির নতুন শোরুম উদ্ভবনে উপস্থিত ছিলেন অভিনেত্রী। এমনকি নিখিল ও ঊষসী পাশাপাশি বসে সাক্ষাৎকারও দিয়েছেন। আর তারপর থেকেই গুঞ্জন যেন খানিকটা জোরালো হয়েছে। যদিও এই ঘটনায় অত্যন্তই বিব্রত হয়েছেন অভিনেত্রী। তার কথায় কাজের সূত্রে নিখিলের সঙ্গে পরিচয় হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Ushasi(ঊষসী)Ray (@rubayee93)

এমনকি নিখিল তাকে কাজ করার সুযোগ দিয়েছেন এটা তার কাছে বড় প্রাপ্তি। আর তাইতো নিখিল ও তার সম্পর্ককে তিনি বন্ধুত্বের বাইরে অন্য কোনো তকমা দিতে একেবারেই রাজি নন। যদিও এর আগেই ঊষসী ‛দিদি নাম্বার ১’ র মঞ্চে এসে বলেছিলেন যে, তার প্রেমিক বাইরে থাকেন। আর সেক্ষেত্রে স্পষ্ট ঊষসীর মন জুড়ে ইতিমধ্যেই রয়েছেন অন্য কেউ। যিনি নিখিল নন।

 

View this post on Instagram

 

A post shared by Ushasi(ঊষসী)Ray (@rubayee93)

আপাতত ঊষসী অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য। যেদিন সংবাদপত্রের মাধ্যমে জানার আগেই অভিনেত্রী নিজেই তার পরিবারকে তার সম্পর্কের কথা জানাবেন। যদিও আপাতত ঊষসীর বয়ফ্রেন্ডের নাম অধরাই রয়েছে।