গভীর জলের মাছ! ভেজা বিকিনিতে নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন ঊষসী, দেখে ফিদা পুরুষ ভক্তরা

সুইমিং পুলের জলে উষ্ণ ফটোশ্যুটে মাতলেন অভিনেত্রী ঊষসী রায় (Ushasi Ray)। বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ঊষসী। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। জি বাংলার পর্দায় ‛বকুল কথা’ ধারাবাহিকে ডাকাবুকো চরিত্রে অভিনয় করে মনজয় করেছিলেন সকলের। এমনকি তার আগে স্টার জলসার পর্দায় ‛মিলন তিথি’ ধারাবাহিকে তাকে দেখা গেছিল।
View this post on Instagram
তবে, ‛বকুল কথা’-র পর তাকে আর ধারাবাহিকের পর্দায় দেখা যায়নি। কিন্তু ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করে চলেছেন। এমনকি বর্তমানে তাকে ‛গভীর জলের মাছ’ ওয়েবসিরিজে বিশাখা নামের একটি চরিত্রে দেখা যাচ্ছে। কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ এক্টিভ ঊষসী। মাঝেমধ্যেই হট ফটোশ্যুটে ঝড় তোলেন নেটিজেনদের মনে।
View this post on Instagram
তবে, এবার তাকে দেখা গেল সুইমিংপুলের জলে দেদার ফটোশ্যুট করতে। তার পরণে রয়েছে ডিপ নেক ব্রালেট কাটিং টপ ও নীচে দোপাট্টা দিয়ে বানানো স্কার্ট। পোশাকের মধ্যে থেকে স্পষ্ট বক্ষভাঁজ। খোলা চুলে ভেজা শরীরে অভিনেত্রীর এই লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। হইচই-র অফিসিয়াল পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আনামাত্রই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram
কেউ লিখেছেন ‛সেক্সী’। আবার কেউ লিখেছেন ‛স্ট্যানিং’। কেউ আবার আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে অভিনেত্রী নুসরত জাহানের প্রাক্তন স্বামী তথা রঙ্গোলি ব্র্যান্ডের কর্ণধার নিখিল জৈন-র (Nikhil Jain) সঙ্গে নাম জড়িয়েছিল ঊষসীর। কারন রঙ্গোলির নতুন শোরুম উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী।
View this post on Instagram
এমনকি নিখিল ও ঊষসী পাশাপাশি বসে সাক্ষাৎকারও দিয়েছেন। আর তারপর থেকেই গুঞ্জন যেন খানিকটা জোরালো হয়েছে। যদিও এই ঘটনায় অত্যন্তই বিব্রত হয়েছেন অভিনেত্রী। তার কথায় কাজের সূত্রে নিখিলের সঙ্গে পরিচয় হয়েছে। নিখিল তাকে কাজ করার সুযোগ দিয়েছেন এটা তার কাছে বড় প্রাপ্তি। আর তাইতো নিখিল ও তার সম্পর্ককে তিনি বন্ধুত্বের বাইরে অন্য কোনো তকমা দিতে একেবারেই রাজি নন। আগামী দিনে ঊষসীকে থ্রিলার ছবি ‛আয়ুরেখা’-তে দেখা যাবে।