Urfi Javed: গোপনাঙ্গে স্টিকার লাগিয়ে সবাইকে চমকে দিলেন উরফি জাভেদ, দেখে অবাক নেটবাসী

ফের উদ্ভট পোশাকে ক্যামেরাবন্দী হলেন উরফি জাভেদ (Urfi Javed)। কটাক্ষের বন্যা নেটমাধ্যম জুড়ে। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। প্রতিদিন নিজেকে কিভাবে চর্চায় রাখতে হয় তাতে সিদ্ধহস্ত তিনি। নারীদের পোশাকের ট্যাবু ভাঙতে তিনি বরাবরই এগিয়ে। পোশাক নিয়ে তার কোনো রাখঢাক নেই। আর তাইতো নেটিজেনদের নানান ধিক্কারকে উপেক্ষা করে তিনি নিজেকে মেলে ধরেন।
View this post on Instagram
কখনও পাথর, কখনও ডাস্টবিন ব্যাগ, আবার কখনো খবরের কাগজে নিজের ফ্যাশানে খুঁজে নিয়েছেন। তার অদ্ভুত ফ্যাশান সেন্স দেখলে ভিরমি খেতে হবে আপনাকেও। আর পাপারাজ্জিরাও সারাদিন তার পিছনে ছুটে চলেছেন। আর এবারেও তার ফ্যাশান একেবারে ক্লিন বোল্ড করেছে সকলকে। সম্প্রতি এক রেস্তোরাঁর সামনে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
যেখানে দেখা যাচ্ছে যে, তার পরণে রয়েছে নেটের ট্রান্সপারেন্ট পোশাক। গোপনাঙ্গ ঢাকা কালো রঙের স্টিকারে।। এছাড়া নিম্নাঙ্গে রয়েছে কালো স্কার্ট। মানানসই মেকআপ, পরিপাটি করে বাঁধা চুল সহ গ্লসি লিপস্টিকে উরফির এই লুক দেখে একবারে অবাক হয়েছেন নেটিজেনরা। তার লাস্যময়তা যেন আবার একবার ঝড় তুলেছে পুরুষ হৃদয়ে।
View this post on Instagram
উরফির এই ছবি নেটমাধ্যমে ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন। কেউ লিখেছেন ‛এর মানসিক চিকিৎসার প্রয়োজন’। আবার কেউ লিখেছেন ‛এটুকু রাখঢাকের কি প্রয়োজন, সবটা খুলে দিলেই তো হয়’। যদিও কেউ আবার উরফির এই সাহসকে সম্মান জানিয়েছেন।
প্রসঙ্গত, ‘বিগ বস’-র (Big Boss) ঘর থেকেই তাঁর পরিচিতি পাওয়ার শুরু। এছাড়াও তিনি একজন টেলিভিশন অভিনেত্রীও বটে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও তিনি কতটা এক্টিভ তা আশাকরি নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি উরফির এই হট অবতারের ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।