×
EntertainmentVideoViral Video

গভীর জলের মাছ! হট মুভসে নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী তৃণা, দেখে পাগল ভক্তরা

স্বস্তিকা, ঊষসীর পর এবার সুইমিং পুলের জলে জলকেলিতে মত্ত অভিনেত্রী তৃনা সাহা। বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তৃনা (Trina Saha)। স্টার জলসার (Star jalsha) পর্দায় ‛খড়কুটো’ (Khorkuto) সিরিয়ালে ‛গুনগুন’ (Gungun) চরিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। সকলের কাছে বেশ পছন্দের সিরিয়াল ছিল এটি।

তবে, এর আগেও স্টার জলসারই আরও দুটি ধারাবাহিক ‛খোকাবাবু’ এবং ‘কলের বউ’-তে তাঁর অভিনয় নজর কেড়েছিল সবার। বর্তমানে আবারও তাকে স্টার জলসারই পর্দায় ‛বালিঝড়’ ধারাবাহিকে ‛ঝোড়া’ চরিত্রে দেখা যাচ্ছে। টেলি পাড়ার একজন চার্মিং নায়িকা হিসেবে তাঁকে সকলেই চেনেন। সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজের দুনিয়াতেও তিনি নাম লিখিয়েছেন। তাকে ‛গভীর জলের মাছ’ নামের ওয়েবসিরিজে দিতি নামের চরিত্রে দেখা গেছে।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও (Social Media) বেশ সক্রিয় এই নায়িকা। মাঝে মধ্যেই নিত্য নতুন ছবি ও ভিডিও (Video) পোস্ট করে তাক লাগিয়ে দেন সবাইকে। তবে, এবার তাকে দেখা গেল সুইমিং পুলের জলে জলকেলি করতে। তার পরণে রয়েছে সবুজ রঙের পোশাক। গলায় হার। পুলের জলে কখনও জুসের গ্লাস হাতে নিয়ে আবার সানগ্লাস পরে ভেজা চুলে একেরপর এক হট পোজ দিতে দেখা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

হইচই-র অফিসিয়াল পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এমনকি ‛গভীর জলের মাছ’ স্ট্রিমিং করার জন্যও বলা হয়েছে। বর্তমানে নীল-তৃনাকে নিয়ে ব্যাপক চর্চা চলছে নেটমাধ্যমে। দীর্ঘদিন তারা একই সঙ্গে ছবি পোস্ট না করায় সকলের মধ্যে গুঞ্জন তাদের সম্পর্ক নাকি ভাঙনের পথে। যদিও নীল-তৃনা দুজনেই জানিয়েছেন এসব কিছুই ভুল। তারা নিজেদের মতো ভালো আছেন।