EntertainmentVideoViral Video

পরনে হলুদ শাড়ি ব্লাউজ, দুর্দান্ত অঙ্গভঙ্গিতে অসাধারণ নাচ ‘বালিঝড়’র ঝোড়ার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

Advertisement
Advertisements

বালিঝড়-র সেট থেকে ‛Show Me The Thumka’ গানে কোমর দোলালেন টেলি অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha)। টেলিপাড়ার একজন চার্মিং অভিনেত্রী তিনি। পাশাপাশি বেশ জনপ্রিয়ও বটে। একেরপর এক ধারাবাহিকে মুখ্য চরিত্রে তিনি অভিনয় করে চলেছেন। এমনকি যা প্রশংসাও পায় দর্শকমহলে। তার শেষ ধারাবাহিক ছিল ‛খড়কুটো’। যেখানে গুনগুন চরিত্রে তার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের।

তবে, বর্তমানে তাকে স্টার জলসার পর্দায় ‛বালিঝড়’ নামের একটি ধারাবাহিকে দেখা যাচ্ছে। ফের একবার এই সিরিয়ালের হাত ধরে পর্দায় ফিরে এসেছে সৌজন্য ও গুনগুন জুটি। যদিও এবারে তাদের সম্পর্কের সমীকরণটা অনেকখানিই আলাদা। এই সিরিয়ালে তৃনাকে ঝোড়া ও কৌশিককে মহার্ঘ্য নামের চরিত্রে দেখা যাচ্ছে। মহার্ঘ্য ঝোড়ার কাছে বন্ধুর মতো হলেও তার মনের মানুষ নয়। কেননা ঝোড়া ভালোবাসে স্রোতকে।

যদিও ওদিকে ঝোড়ার বাবা তার বিশ্বস্ত মহার্ঘ্যর সঙ্গেই ঝোড়ার বিয়ে ঠিক করেছেন। আর সেই নিয়ে কি কান্ড হয় সে তো আপনারা সিরিয়ালের প্রতিটি পর্বেই দেখতে পাবেন। তবে, ঝোড়া কতটা সোশ্যাল মিডিয়া প্রেমী তা বলা না গেলেও তৃনা যে সোশ্যাল মিডিয়া ছাড়া একেবারেই থাকতে পারেন না তা নিঃসন্দেহেই বলা যায়। আর তাইতো কাজের ফাঁকেই সিরিয়ালের সেট থেকে নিত্যনতুন ছবি ও ভিডিও শেয়ার করেন।

অনুরাগীরাও তাদের পছন্দের অভিনেত্রীর এসব এক্টিভিটি দেখতে বেশ পছন্দ করেন। তেমনই সম্প্রতি তৃনা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি রিল ভিডিও। যেখানে তাকে হলুদ রঙের শ্রীফনের শাড়ি পরে ‛Show Me The Thumka’ গানে নাচতে দেখা যাচ্ছে। মাথায় দেওয়া ফুল। হাতে, কানে ও গলায় রয়েছে মানানসই জুয়েলারি। একেবারে ‛বালিঝড়’-র সেট থেকে ঝোড়ার লুকেই ধরা দিয়েছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

ভিডিও শেয়ার করে তৃনা ক্যাপশনে লিখেছেন যে, ‛এই হলুদ শাড়ি ও এই গান হল একটি ভাইব’। সঙ্গে দুটি ইমোজিও দিয়েছেন। ধারাবাহিক ছাড়াও ওয়েব সিরিজের দুনিয়াতেও পা রেখেছেন অভিনেত্রী। তাকে ‛গভীর জলের মাছ’ ওয়েব সিরিজে দেখা গেছে।