×
EntertainmentViral Video

Tiyasha Lepcha: ডিভোর্সের পর মুখ খুললেন ‘কৃষ্ণকলি’ খ্যাত তিয়াশা! জানালেন মনের কথা, রইল ভিডিও

‛কাউকে এতটাও ইগনোর করতে নেই যে, সে আপনার মান ভাঙানোর পরিবর্তে আপনাকে ছাড়াই থাকতে শিখে যাবে’। নতুন ভিডিও শেয়ার করে এমনই বার্তা ‛কৃষ্ণকলি’-র তিয়াশার (Tiyasha Lepcha)। বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী তিনি। বর সুবানের হাত ধরেই প্রথম পা রেখেছিলেন এই দুনিয়ায়। তার হাত ধরেই অভিনয়ের খুঁটিনাটি শিখেছিলেন তিয়াশা।

কিন্তু সেই সুবানের সঙ্গেই যখন বিচ্ছেদ ঘটে তখন সেই নিয়ে অভিনেত্রীকে নানান কথা শুনতে হয়েছিল। বিবাহ বিচ্ছেদের পাশাপাশি কামারহাটির বিধায়ক মদন মিত্রর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও নানান বিতর্ক সৃষ্টি হয়েছিল। আর এসব কিছু সহ্য করতে না পেরে একটা সময় তিয়াশা নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন। কিন্তু অবশেষে নিজেই আবার ঘুরে দাঁড়িয়েছেন।

বর্তমানে তাকে স্টার জলসার পর্দায় ‛বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে ইন্দিরা নামের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এই সিরিয়ালে তিয়াশা আবারও নীলের সঙ্গে জুটি বেঁধেছেন। আর তাতে বেশ খুশি অনুরাগীরা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ তিয়াশা। মাঝেমধ্যেই ছবি ও রিল ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও।

আর সেখানে তিয়াশার মুখেই শোনা গেল তার ঘুরে দাঁড়ানোর আভাস। তার পরণে রয়েছে অফহোয়াইট রঙের ফ্লোরাল প্রিন্টের লং ড্রেস। কোমরে কালো রঙের বেল্ট। খোলাচুলে হালকা মেকআপে সাজানো বাগানে লনের মধ্যে বসে ভিডিওটি বানিয়েছেন অভিনেত্রী। যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে, ‛কাউকে এতটাও ইগনোর করতে নেই যে, সে আপনার মান ভাঙানোর পরিবর্তে আপনাকে ছাড়াই থাকতে শিখে যাবে’।

ভিডিও শেয়ার করে তিয়াশা ক্যাপশনে লিখেছেন যে, ‛গুড ভাইবস’। সঙ্গে একটি রামধনুর ইমোজিও দিয়েছেন। তিয়াশার এই ভিডিও বেশ পছন্দ করেছেন অনুরাগীরা। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিও।