Entertainment

বাবা পাশে ছিল না, নুন ভাত খেয়ে স্কুলে যেতেন! জীবনের কঠিন সময়ের কথা শেয়ার করলেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক

Advertisement

সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ এক্টিভ। এমনকি নিজের ইউটিউব চ্যানেলও আছে। একটা সময় মানুষের মুখে মুখে ঘুরতো তার নাম। কার কথা বলছি বলুন তো দেখি? তিনি হলেন অভিনেত্রী তিথি বসু (Tithi Basu)। তিথি নামে তাকে যতটানা লোক চেনেন তার বেশি চেনেন ঝিলিক নামে। এমনকি একটা সময় ‛মা’ সিরিয়ালের দৌলতে তিনি যা খ্যাতি পেয়েছিলেন তা যেন আজও বহমান। শিশুশিল্পী হিসেবে পর্দায় কাজ করলেও আজ তিনি যুবতী। সদ্য কলেজও পাশ করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তার শেয়ার করা ছবি ও ভিডিও নিয়ে হয় তুমুল চর্চা। এমনকি উঠে আসেন সংবাদের শিরোনামে। আবার অনেকে তাকে কটাক্ষ করতেও ছাড়েননা। তিনি শেয়ার করলেন তার জীবনের চরম কঠিন পরিস্থিতির দিনগুলি। সম্প্রতি তবে, জোশ টকের মঞ্চে এসে তিথি জানিয়েছেন তার জীবনের কথা। তার ছোটবেলাটা যে কত যন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছে তা জানা গিয়েছে এই ভিডিও মাধ্যমেই।

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

শুরুতেই তিথি বলেন যে, তার ক্লাস টেনে পড়াকালীন তার বাবা মা সেপারেট হয়ে যায়। আর ঠিক তখন থেকেই তার জীবনের জার্নি শুরু হয়। একটা ১৫ বছরের মেয়ে হয়ে ইলেকট্রিক বিল থেকে শুরু করে সংসার সহ কি রান্না হবে বাড়িতে সেটার সবকিছুর দায়িত্ব ছিল তার কাঁধে। তিথি এও বলেন যে, তিনি একার হাতে যেমন মাকে সামলেছেন তেমনই নুন ভাত খেয়ে স্কুলে গেছেন।

এমনকি খুবই কষ্টের সঙ্গে বলেন যে, তার জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার সময় তার মা-বাবা কেউ তাকে পৌঁছে দিতেও যায়নি এমনকি আনতেও যায়নি। এমনকি সবাই নাকি টিপ্পনি কেটে বলতো ‛আরে ওর তো বাবা নেই। চলে গেছে ওর দ্বারা কিচ্ছু হবেনা’। সকলের কাছেই তিনি তখন হাসির খোরাক হয়েছিলেন। তবে, আজ আর কোনো কষ্টই তাকে টলাতে পারেনা। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেলের কাজ নিয়ে বেজায় ব্যস্ত তিনি। পাশাপাশি নতুন কাজের অপেক্ষায় রয়েছেন।