×
EntertainmentVideoViral Video

‘অভিনয়ে সুযোগ পাচ্ছেন না বলেই কি এসব করছেন?’ ফুড-ব্লগিং করার জন্য কটাক্ষের শিকার ‘মা’ সিরিয়ালের ঝিলিক

অভিনয়ে কাজ মিলছে না বলেই কি ভিডিও বানানো শুরু করেছেন? প্রশ্ন নেটিজেনদের। একসময় ‛মা’ সিরিয়ালের হাত ধরে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। তারপর আর সেভাবে পর্দায় দেখা যায়নি তাঁকে। কার কথা বলছি! বুঝতে পারছেন? হ্যাঁ তিনি হলেন সেই ছোট্ট ঝিলিক ওরফে তিথি বসু (Tithi Basu)। একসময় শিশুশিল্পী হিসেবে পর্দায় কাজ করলেও এখন তিথি যুবতী। তাঁর বাস্তব জীবনে বদল এসেছে অনেক কিছুরই।

তবে, টিভির পর্দায় দর্শকরা তাঁকে দেখতে না পেলেও তাঁর জনপ্রিয়তা কিন্তু কমেনি এতটুকুও। বরং সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন ছবি ও ভিডিও (Video) শেয়ার করে উঠে আসেন সংবাদের শিরোনামে। এমনকি প্রেমিক দেবায়ুন পালের সঙ্গেও তার অন্তরঙ্গ ছবি ভাইরাল হয় নেট মাধ্যমে। তবে, এবার জনপ্রিয় এক ফুড ভ্লগারের সঙ্গে তিথিকে ভিডিও বানাতে দেখা গিয়েছে। আর সেই ভিডিও ইনস্টাগ্রামের মাধ্যমে ভাইরাল হয়েছে।

‘অভিনয়ে সুযোগ পাচ্ছেন না বলেই কি এসব করছেন?' ফুড-ব্লগিং করার জন্য কটাক্ষের শিকার ‘মা' সিরিয়ালের ঝিলিক -

ফুড ভ্লগার কমলিকা ও প্রেমিক দেবারুনকে সঙ্গে নিয়ে নিউ মার্কেটের ‛আহারে বাহারে’ ফুড ফেস্টিভ্যালে গিয়ে ভিডিও বানাতে দেখা গিয়েছে। আর তা দেখেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেরই বক্তব্য তবে কি কাজ মিলছে না বলেই অভিনেত্রী ভিডিও বানানো শুরু করেছেন? যদিও এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।

প্রসঙ্গত, নেট মাধ্যমে বরাবরই খোলামেলা ভাবেই ধরা দেন তিথি। আর সেই নিয়ে তাঁকে শুনতে হয় নানান কুকথাও। এমনকি ট্রোলিংও হতে হয় তাঁকে। যদিও নেটিজেনদের নোংরা মন্তব্যে তেমন একটা কান দেননা তিথি। তবে, সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওর জন্য নেটিজেনদের প্রশ্নের মুখে অভিনেত্রী তিথি।