×
Entertainment

পরনে স্বল্প পোশাক, খোলা পিঠে নেটদুনিয়ায় ঝড় তুললেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক

জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘মা’ তে দেখা গিয়েছিল তাকে। তবে, এর আগে অবশ্য সে অভিনয় করেছে বাংলা সিনেমায়। তাও আবার খোদ বুম্বাদার সঙ্গে। প্রসেনজিতের ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সিনেমায় বুম্বাদা তাঁকে ভালোবেসে বন্ধু নামেই ডাকতো।

তবে, সিরিয়ালে তার নাম ছিল ঝিলিক। তার ভালো নাম অবশ্য তিথি বসু। ‘মা’ সিরিয়ালে ছোট্ট ঝিলিকের অভিনয় দর্শকদের নজর কাড়ে। তবে, সেই ঝিলিক আর ছোট্টটি নেই এখন। সময়ের সঙ্গে সঙ্গে বয়সের গন্ডি পেরিয়ে সে এখন টিনেজারদের দলে নাম লিখিয়েছে।

ADVERTISEMENT

সম্প্রতি সে টুকটাক মডেলিংও শুরু করেছে। নিয়মিত ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ভালোবাসে তিথি। তেমনই সম্প্রতি সে একটি ফটো আপলোড করেছে তার ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে। তাতে তিথিকে দেখা যাচ্ছে একটি সাদা রঙের ওয়েস্টার্ন ড্রেসে। খোলা পিঠে নিজের ভঙ্গিমায় সে ফটো তুলে আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায়।

বয়সের সঙ্গে সঙ্গে তার ফ্যাশন সম্পর্কেও আইডিয়া বেড়েছে। তাঁর ভিডিও এবং ফটোশ্যুট দেখলে বোঝা যায় যে, ভবিষ্যতে সে বড় করে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে।

ADVERTISEMENT

Related Articles