×
EntertainmentVideoViral Video

‘আমি বিয়ে করতে চাই’, দিদি নম্বর ১ এর মঞ্চে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘যমুনা ঢাকি’ খ্যাত শ্বেতা

জি বাংলার বিখ্যাত ধারাবাহিক ‘যমুনা ঢাকি’ শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত ধারাবাহিকের মুখ্য চরিত্রদের জনপ্রিয়তা কমেনি। অভিনেতা রুবেল দাস ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচাৰ্য একসাথে সেখানে স্বামী স্ত্রীয়ের ভূমিকায় বাজিমাত করেছিলেন। তবে সেখান থেকেই কার্যত বাস্তব জীবনেও তারা একে ওপরের প্রেমে পরে যায় ও শুরু হয় নতুন সম্পর্ক। দুজনেই তাদের সম্পর্ক নিয়ে কোনোদিনই তেমন রাখ ঢাক করেন না।

যমুনা ঢাকি শেষ হয়ে যাওয়ার পরে শ্বেতা এখন ‘সোহাগ জল’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন। এই ধারাবাহিকের প্রমোশনের জন্যই শ্বেতা কিছুদিন আগে ‘দিদি নাম্বার -১’ রিয়েলিটি শোতে এসেছিলেন। ব্যাস সঞ্চালিকা রচনা ব্যানার্জী একের পর এক প্রশ্নবানে শ্বেতাকে জর্জরিত করে দেয়। রচনা ব্যানার্জি শ্বেতাকে প্রশ্ন করেন ‘এই গল্পে জুঁই তো খুব সংসারী সে সবসময় ঘর সামলায়, বিয়ে করতে চায়। কিন্তু শ্বেতা এবার তোমার বিয়ের প্ল্যানটা বলো?’

নায়িকা জানান, ‘হ্যাঁ, আমিও বিয়ে করতে চাই’। নাম না করেই রচনা বলেন ‘শোনো শ্বেতা তোমাকে যদি কেউ বলে থাকে যে জীবনটা ‘নিম ফুলের মধু’ তাহলে সবসময় কিন্তু তা নয়।’ আপনাদের জানিয়ে রাখি জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে রুবেল দাসকে। আর সে কারণেই নাম না করেই রচনা, শ্বেতাকে হালকা কাঁটা ঘায়ে নুনের ছিটে ছড়িয়ে দেন।

অবশ্য শ্বেতা থেকে উপস্থিত সকলে ব্যাপক হাসে এই কথা শুনে। শ্বেতা উত্তর দিয়েছিলেন,’হ্যাঁ হ্যাঁ ‘নিম ফুলের মধু’ জি বাংলার আরেকটা সিরিয়াল যা রাত ৮ টায় হয় অবশ্যই সকলে দেখবেন’। তাঁরা দুজন দুজনকে ডেট করছেন সেই কথা পরিবারের সকলেও জানে বলে দাবি করেছিলেন রুবেল কিছু মাস আগে। তবে কি খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়বে রুবেল ও শ্বেতা। অপেক্ষায় কিন্তু দিন গুনছেন তাদের অনুরাগীরা।