Entertainment

শাড়ি ছেড়ে ধুতি-পাঞ্জাবি পরে হাজির স্বস্তিকা, ছক ভাঙ্গা লুকে নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছেন অভিনেত্রী

পোশাকের আবার লিঙ্গ হয় নাকি! ফের একবার ছক ভেঙে ধুতি-পাঞ্জাবি পরে নারী-পুরুষ সমান সমান এই কথা প্রমাণ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

Advertisement

Swastika Mukherjee Wear Dhuti Panjabi : হ্যাঁ স্বস্তিকা মুখোপাধ্যায় পারেন, শুধু তিনিই পারেন। সমাজের তথাকথিত ছক ভেঙে এই নারী-পুরুষের ট্যাগ ঘুচিয়ে দিতে পারেন তিনিই। যেমন সম্প্রতি অ্যাওয়ার্ড শোয়ে ‘ধুতি-পাঞ্জাবি’ পরে দেখা গেল তাকে। বিশ্বাস না হলেও এই পোশাকেই নজর কেড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেশ-এর ‘The Devi Awards 2022’ অনুষ্ঠিত হয়ে গেল। আর এই আসর এবার বসেছিলো কলকাতার একটি জনপ্রিয় পাঁচতারা হোটেলে।

সেখানেই সাদা কুচির ধুতি ও কালো পাঞ্জাবিতে হাজির স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সাজ আরও ফুটিয়ে তোলার জন্য পরেছেন পায়ে কোলাপুরী চটি। বব কাট চুল, কোনো মেকআপ করেননি। নতুন এই সাজে দুর্দান্ত লাগছিলো তাকে। ইভেন্টে উপস্থিত মানুষজনও এমন সাজ দেখে চমকে যান। অভিনেত্রী এদিন ‘দেবী’ অ্যাওয়ার্ড পান। তার সেই অ্যাওয়ার্ড হতে নিয়ে ধুতি-পাঞ্জাবিতে ছবি আপলোডও করেছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন – ‘অন্তরের দেবী ও বাইরের ডিভার মেলবন্ধন’। মুহূর্তের মধ্যেই হাজার হাজার লাইক ও কমেন্ট ছাড়িয়ে গেছে। সবাই তাকে এমন সাহসের জন্য কুর্নিশ জানিয়েছেন। অর্জুন দত্তের (Arjun Dutta) নতুন ছবি ‘শ্রীমতী’ (Shrimati)-এর জন্য চর্চায় আছেন তিনি। সিনেমায় তার অভিনয় বেজায় প্রশংসা পেয়েছে। এছাড়া বলিউডেও নাকি বেশ কিছু প্রোজেক্টে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।