
‛আমরা আমাদের সম্পর্ক হ্যাপি নোটে শেষ করেছি’! অবশেষে জন্মদিনে কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সবটা নিয়ে খোলামেলা আড্ডা দিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। বর্তমানে তাকে জি বাংলার (Zee Bangla) পর্দায় ‛তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa) নামের একটি ধারাবাহিকে দেখা যাচ্ছে। কাল ছিলো স্বস্তিকার জন্মদিন। ২৯ বছরে পা রাখলো পর্দার ঝিলমিল। বড়পর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও বর্তমানে তিনি টেলিপাড়ার নায়িকা।
কিছুদিন যাবৎ তার ব্যক্তিগত জীবন নিয়ে চলছে কানাঘুষো। গায়ক শোভন গাঙ্গুলির (Sovan Ganguly) সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা কারোরই অজানা নয়। কিন্তু সেই সম্পর্ক নাকি পড়েছে ভাঙ্গনের মুখে। তাহলে এ বছরের জন্মদিনটা কেমনভাবে কাটাচ্ছেন অভিনেত্রী? এইসব নিয়ে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন নায়িকা। আর সেখানেই ব্যক্তিগত জীবন থেকে কাজের বিষয় সব নিয়েই জানালেন অজানা কথা।
প্রথমেই অভিনেত্রী (Actress) জানান যে এ বছরের জন্মদিনটা বাবা-মায়ের সঙ্গে কাটাবেন। এছাড়াও স্কুলবেলার বন্ধুদের সঙ্গে তার কিছু প্ল্যান রয়েছে। এরপরই তার দিকে প্রশ্ন আসে বিনোদন জগতে এসেছেন কতবছর হল? তার উত্তরে স্বস্তিকা বলেছেন যে, ১১ বছর তিনি এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন। তারপরই অভিনেত্রীর দিকে প্রশ্ন আসে সিনেমা থেকে সোজা ছোটপর্দায় কেন?
তার উত্তরে স্বস্তিকা (Swastika Dutta) স্পষ্ট জানান যে, আমি কখনই নিজেকে কোনো গন্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইনি। কাজ শিখতে চেয়েছি। আর তাই যখন যেমন কাজ পেয়েছি করে গেছি। শুধুমাত্র বড়পর্দায়ই অভিনয় করবো, ছোটপর্দা করবো না এমনটা করিনি। তবে, প্রথমবারেই রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিচালনায় এসভিএফ (SVf) প্রযোজনায় কাজ করতে পেরেছি এটাই আমার কাছে বড় পাওনা।
এমনকি বহুদিন পর ‛ফাটাফাটি’ (Fatafati) সিনেমা দিয়ে বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে জানিয়েছেন যে, অনেক মজা করে শ্যুটিং করেছেন। আরও অনেকদিন শ্যুটিং চললে ভালো হতো। তার ইচ্ছে ছিল উইন্ডোজ প্রোডাকশন হাউজের হয়ে কাজ করার। সেই স্বপ্ন তার পূরণ হয়েছে বলে জানিয়েছেন। এরপরই আসেন ব্যাক্তিগত প্রসঙ্গে। তার কাছে প্রশ্ন আসে শোভনের (Shovan Ganguly) সঙ্গে যে জল্পনা শোনা যাচ্ছে সেটা কি সত্যি? ওর জন্মদিনে অভিনেত্রী কেন কোনও শুভেচ্ছা জানাননি সোশ্যাল মিডিয়ায় (Social Media)?
তার উত্তরে স্বস্তিকা (Swastika Dutta) বলেছেন যে, আমি শোভনকে (Shovan Ganguly) ঠিক রাত ১২ টায় শুভেচ্ছা জানিয়েছিলাম। এমনটা নয় যে, সবকিছু সোশ্যাল মিডিয়ায় (Social Media) জানিয়ে করতে হবে। এমনকি শোভনকে মিস করা প্রসঙ্গে স্বস্তিকা বলেছেন যে, খুব মিস করছি। যেমন ও ১ এপ্রিল করেছে। কিন্তু আমরা আমাদের মতো ভালো আছি। আমরা আমাদের সম্পর্ক হ্যাপি নোটে শেষ করেছি। যে আমাদের নিয়ে যা খুশি বলতে পারেন। আর তাতে যে স্বস্তিকার কিছু যায় আসেনা সেটাই জানিয়েছেন অভিনেত্রী।