‘পেটে মাথা ব্যথা শুরু!’, রচনা বিয়ের কথা বলতেই উত্তর স্বস্তিকার, রইল ভিডিও

‛দিদি নাম্বার ১’-র (Didi No 1) মঞ্চে এবার অভিনেত্রী স্বস্তিকার (Swastika Dutta) হাঁড়ির খবর ফাঁস করলেন সঞ্চালিকা রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। আর এই ব্যাপারে যে রচনা বেশ পাকাপোক্ত তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‛তোমার খোলা হাওয়া’। যেখানে গল্পের নায়িকা তথা ‛ইয়াংগেস্ট শাশুড়ি’ হিসেবে দেখা মিলতে চলেছে স্বস্তিকার।
‛কি করে বলবো তোমায়’-র পর আবার এই ধারাবাহিক দিয়ে পর্দায় ফিরেছেন সকলের প্রিয় রাধিকা। ধারাবাহিকে তার বিপরীতে দেখা যাচ্ছে ‛জরোয়ার ঝুমকো’ খ্যাত নায়ক শুভঙ্কর সাহা-কে। সম্প্রতি ‛তোমার খোলা হাওয়া’ টিম হাজির হয়েছিল দিদির মঞ্চে। আর সেখানেই অভিনেত্রী স্বস্তিকার পর্দা ফাঁস করলেন রচনা। শো চলাকালীন রচনা স্বস্তিকার উদ্দেশ্যে বলেন পর্দায় ঝিলমিলের তো বিয়ে করতে ভয়! বাস্তবে স্বস্তিকার কি বিয়ে করতে ভয় লাগে?
দিদির মুখে এই প্রশ্ন শুনে স্বস্তিকার জবাব ‛উফ বাবা…আবার পেটে মাথা-ব্যথা শুরু হয়ে গিয়েছে। না, না আমার দ্বারা বিয়ে টিয়ে হবে না’। সঙ্গে আরও বলেন যে, ‛আমার সবকিছুতে টেনশন হয়। দিদি নাম্বার ওয়ানে আসি না কারণ আমার টেনশন হয়। বাড়িতে মায়ের সঙ্গে হেডফোন রাউন্ড সহ সব প্র্যাকটিস করে ফেলেছি’। তখন ফুট কেটে রচনা বলেন যে, ‛সেইজন্যই এতো গান শুনতে ইচ্ছে করে’।
ইশারা যে পুরোটাই শোভনের দিকে গেছে তা বুঝতে বাকি নেই কারোই। এই কথা শুনে মঞ্চে উপস্থিত সকলেই হো হো করে হেসে ওঠেন। প্রেম নিয়ে কোনোদিনই লুকোছাপা করেননি অভিনেত্রী। গায়ক শোভনের সঙ্গে তার বিশেষ বন্ধুত্বের কথা কারোরই অজানা নয়। এসবের পর স্বস্তিকা জানায় যে, ‛আমি বিয়ে করলে কাউকে খাওয়াব না। সেই টাকা বাঁচিয়ে খুব ভালো জায়গায় ঘুরতে যাব’। এই কথা শুনে হো হো করে হেসে ওঠেন রচনা। সম্প্রতি দিদির মঞ্চের এই ভিডিও ক্লিপই ভাইরাল হয়েছে।