‘বাংলায় থেকে বাংলায় কথা বলতে লজ্জা লাগছে?’ ছেলে ইউভানের সঙ্গে ইংরেজিতে কথা বলায় কটাক্ষের মুখে শুভশ্রী

টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) অন্যতম। এখন তিনি নায়িকার সাথেই পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) স্ত্রী ও কিউট ইউভানের (Yuvaan) মা। ছোট থেকেই ইন্টারনেটে ইউভানের অবাধ আনা গোনা। কখনও সে ফুটবল খেলছে তো আবার কখনও ছবিতে দাদু অর্থাৎ রাজের বাবাকে চেনার চেষ্টা করেছে। সেইসব মূহুর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ছেলের সাথে এবার ইংরেজিতে কথা বলার জন্য বেজায় কটাক্ষের শিকার হয়েছেন শুভশ্রী।
View this post on Instagram
আজ ইউভানের দুই বছর পূর্ণ হলো। যে কারণে শুভশ্রী, রাজ ও একরত্তি ইউভান সুইজারল্যান্ড উড়ে গিয়েছেন। সেই সময়ই যাওয়ার সময় এয়ারপোর্টে একটি ছেলের মিষ্টি ভিডিও স্টোরিতে শেয়ার করেন শুভশ্রী। ভিডিওতে দেখা গেছে নীল রঙের টি-শার্ট আর ডেনিম পরে বিমানবন্দরে একটি প্র্যামকে ঠেলছে একরত্তি। সে এয়ারপোর্টের মধ্যেও যে খেলা শুরু করে দিয়েছে তা স্পষ্ট।
View this post on Instagram
এসবের মাঝেই শুভশ্রী তাকে বলে -‘Where are you going Yuvaan?/ইউভান তুমি কোথায় যাচ্ছ?’ তবে ইউভান কোনো কথা না বলে বরং পিছন ফিরে চলে যায়। আর এই ভিডিওর আসতেই শুরু হয়ে যায় ট্রোল। নায়িকার ফ্যান পেজের মাধ্যমে এই ভিডিওই শেয়ার করা হয়। সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। কেউ লিখেছেন -‘বাংলায় কথা বলতে কি আপনাদের কষ্ট হয়’। আবার কেউ বলেছেন -‘থাকেন বাংলায় কিন্তু বিদেশে যাওয়া মানে ইংলিশ ছাড়া কথা বেরোয় না’।
আজই ছেলের সাথে নিজের ফটো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন -‘হ্যাপি ইউভান ডে’। মা-ছেলে কার্যত দুজনেই ম্যাচিং পোশাকে দেখা দিয়েছেন। সাথেই একে অপরকে আদরে ভরা চুম্বন দিতে দেখা গেছে। দিন দুয়েক আগেই নায়িকাকে শাড়ি ফটোশুট সামনে এসেছে। দুর্গাপূজার আগেই নায়িকার এই জবরদস্ত লুক নিয়ে সরগরম নেটপাড়া। সবুজ শিফন শাড়িতে তাক লাগিয়ে দিয়েছেন শুভশ্রী। আপনাদের জানিয়ে রাখি শেষবার ‘ধর্মযুদ্ধ’ সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী। পরবর্তীতে ‘ডাক্তার বক্সী’ ও ‘বৌদি ক্যান্টিন’ সিনেমায় অভিনয় দেখা যাবে নায়িকাকে।