×
EntertainmentViral Video

‘টুম্পা সোনা’ গানে মেয়ের সাথে জমিয়ে নাচলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, তুমুল ভাইরাল ভিডিও

বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীলেখা মিত্র। তিনি তাঁর অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন সকলের মন। বাংলা ধারাবাহিক তৃষ্ণা দিয়ে তার অভিনয় জীবনের উত্থান হয়। এরপর বাসু চক্রবর্তীর হটাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করার পর তিনি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান।

১৯৭১ সালের ৩০ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। বাপ্পাদিত্য বন্দোপাধ্যায় এর কাঁটাতার ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার যেতেন। তবে, একসময় বড়পর্দায় উল্লেখযোগ্য কাজ না পাওয়ায় ছোটপর্দায় কাজ চালিয়ে যান এই অভিনেত্রী। তার বক্তব্য অনুযায়ী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর প্রেমপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে একের পর এক বাংলা ছবিতে প্রধান চরিত্র থেকে বাদ পড়তে হয়।

ADVERTISEMENT

এই তো গেল তার আগের জীবনের কথা। তবে, এখনকার সময়ে দাঁড়িয়ে তিনি কিন্তু একজন স্বাধীনচেতা, স্পষ্ট কথার মানুষ। ইদানিংকালে সোশ্যাল মিডিয়ায় বেশ দারুন এক্টিভ অভিনেত্রী। কখনও জিমের ছবি, কখনও ফ্যাশন সম্পর্কে যাবতীয় তথ্য এমনকি কখনও আবার নিজের বাড়ির সাজগোজের ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

এতকিছু যখন পোস্ট করেন তাহলে পার্টির ভিডিও পোস্ট করবেন না এ আবার হয় নাকি? সম্প্রতি একটি গান বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুজো প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর ভাসান এমনকি বিয়ে বাড়ি থেকে শুরু করে জন্মদিনের পার্টি সবেতেই প্রথমেই বেজে ওঠে এই টুম্পা সোনা গানটি।

সম্প্রতি নিজের মেয়ের অগ্রিম জন্মদিনের পার্টিতে লাল টিশার্ট আর প্যান্ট পরে ‘ও টুম্পা সোনা দুটো হামপি দেনা’ গানে ঝড় তুললেন শ্রীলেখা। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, তাঁর মেয়ে প্রথমে নাচছে। এরপর নিজেই টুম্পা হয়ে মেয়ের সঙ্গে কোমর দোলালেন অভিনেত্রী। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles