×
EntertainmentTrending

তৃতীয় স্বামীকে ভুলে যার সাথে জমিয়ে প্রেম করছেন শ্রাবন্তী, মুহূর্তে ভাইরাল ভিডিও

টলিউডের অন্যতম সুন্দরী ও ব্যস্ততম নায়িকাদের তালিকায় প্রথমদিকেই রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর নাম। তার মিষ্টি হাসিতে ঝড় ওঠে পুরুষদের মনে। তাঁকে একটিবার দেখার জন্য পাগল সবাই। তবে, আপাতত অভিনেত্রীর তৃতীয় বিবাহ বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বছর ঘুরতে না ঘুরতে রোশন ও শ্রাবন্তীর সংসারে নেমে এসেছে বিচ্ছেদের কালো ছায়া। আগের বছর তারা একসঙ্গে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এখন সেসব অতীত। দুজনেই দুদিকে হেঁটে চলেছেন আপন মনে। যেন দুজনেই পথ ভোলা কোন পথের পথিক। তবে, তাঁদের এই বিচ্ছেদ নিয়ে টলিপাড়া সহ সকল নেটিজেনদের মধ্যে এতো গুঞ্জন চললেও স্বয়ং শ্রাবন্তী বা রোশন কেউই এই নিয়ে মুখ খোলেনি।

তবে, তারা মুখ না খুললেও তাঁদের কাজ বলে দিচ্ছে তাঁদের ভিতরের সম্পর্ক কতখানি মধুর। কিন্তু, রোশন নাকি দাম্পত্যের শীতলতা নিয়ে মুখ খুলেছেন। আর টলিপাড়ায় কান রাখলে সে গুঞ্জনই শোনা যাচ্ছে।

ADVERTISEMENT

সম্প্রতি রোশন তার ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। আর সেই ছবিতেই সে কাকে বেশি বিশ্বাস করেন তার ইঙ্গিত ও মিলেছে। তবে, এবার আসা যাক আসল ঘটনায়। তার ওই ছবিতে দেখা যাচ্ছে যে, রোশন একটি কুকুর ছানাকে হাতের মুঠোয় নিয়ে হা করে দাঁড়ানোর ভঙ্গিমায় ছবি তুলেছেন। আর সেই ছবিটি পোস্ট করেই তিনি ক্যাপশনে লিখেছেন ‘Faithfuk’ যার আক্ষরিক অর্থ বিশ্বস্ত। এছাড়াও নাকি এই দীপাবলির রোশন পাহাড়ে ঘুরতে গিয়ে নিজেই নিজের ছবি পোস্ট করছেন। আর সেটা দেখে বোঝাই যাচ্ছে সে এখন শ্রাবন্তীর থেকে অনেকটাই দূরে।

তবে, এদিকে নায়িকাও কিন্তু কিছু কম যায় না। সেও কিন্তু দিব্বি আছেন। সে শ্যুটিং, নতুন জিম নিয়ে মেতে আছেন। নতুন জিমকে দ্বিতীয় সন্তান হিসেবে অভিহিত করেছেন। কখনও বন্ধুর সঙ্গে লং ড্রাইফ এ গিয়ে গান গাইছেন। কখনও আবার সিঁদুর ছাড়া সবুজ রঙের লেহেঙ্গা পরে অল্প গয়নায় সেজে ভিডিও পোস্ট করে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছেন। আর সেই ভিডিওই এখন ভাইরাল।

তবে, অভিনেত্রী যেমন পর্দায় হাজার দুঃখেও হাসি খুশি থাকতে পারেন তেমন বাস্তবেও তাই। তাঁরা যেন দুজনেই একে অপরকে বুঝিয়ে দিতে চাইছেন তাঁরা নিজেরা নিজেদের মতো একাই ভালো আছেন।

ADVERTISEMENT

Related Articles