×
Entertainment

Srabanti Chatterjee: ফের বিয়ের পিঁড়িতে অভিনেত্রী শ্রাবন্তী!

তাহলে কি ফের একবার বিয়ের পিঁড়িতে বসলেন টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি? (Srabanti Chatterjee)। তিনি হলেন টলিপাড়ার ‛বিউটি কুইন’। এমনিতেই তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। ব্যাক্তিগত জীবন নিয়ে বারংবারই তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে। পাশাপাশি পান থেকে চুন খসলেই নেটিজেনদের কটাক্ষ তো রয়েছেই।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

তবে, তাতে কুচ পরোয়া নেই অভিনেত্রীর। বরং যতদিন যাচ্ছে ততই যেন নিজেকে নিত্য নতুন লুকে মেলে ধরছেন। সম্প্রতি দিন কয়েক হল ৩৭ পূর্ন করে ৩৮ বছরে পা রেখেছেন শ্রাবন্তী। এমনকি তার যে ১৯ বছরের একটি ছেলে আছে তাও কারোরই অজানা নয়। কিন্তু তার ছবি দেখলে তা বোঝার উপায় নেই একবিন্দুও। এই বয়সেও শ্রাবন্তী তার গ্ল্যামার দিয়ে ১৮ র তরুনীদের গুনে গুনে দশ গোল দিতে পারেন।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

দীর্ঘ দু-দশক হয়ে গেল তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তবে, বর্তমানে তাকে সেভাবে সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না।
কিন্তু তারপরেও তার জনপ্রিয়তা বলুন বা সৌন্দর্য্যে ভাটা পড়েনি এতটুকুও। বরং তার প্রেমে পাগল হাজার একটা পুরুষ। তার বাঁকা চাউনিতে একেবারে ক্লিন বোল্ড সকলেই। রূপের গুনে তিনি যে আজও নতুন প্রজন্মকে প্রেমে ফেলতে পারেন তা নিঃসন্দেহেই বলা যায়।

তবে, সম্প্রতি তিনি যে লুকে ধরা দিয়েছেন তা দেখে দর্শকদের মনে এটাই প্রশ্ন যে তিনি কি তবে আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন? কিন্তু না মশাই সেসব একেবারেই নয়। আসলে জনপ্রিয় ফ্যাশান ডিজাইনার রুদ্র সাহার হয়ে ফটোশ্যুট সেরেছেন অভিনেত্রী। আর সেই ভিডিও রুদ্র সাহা শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

তার পরণে রয়েছে সবুজ রঙ্গী বেনারসি। ম্যাচিং ব্লাউজ। গলায় চোকার ও লং চেন। কানে টানা দুল, হাতে বালা, কোমরে কোমরবন্ধ। খোলা চুলে আটপৌরে করা শাড়িতে একেবারে সাবেকি সাজে ধরা দিয়েছেন। হালকা মেকআপ ও লাল লিপস্টিকে শ্রাবন্তীর এই রূপ ছিল অপরূপ। ভিডিওতে শ্রাবন্তীকে ফটোশুটের জন্য তৈরি হতে দেখা যাচ্ছে। তারপর মেকআপ ভ্যান থেকে নেমে সেটের দিকে যেতে দেখা যাচ্ছে তাকে।

Srabanti Chatterjee: ফের বিয়ের পিঁড়িতে অভিনেত্রী শ্রাবন্তী! -

আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে আশা ভোঁসলে-র গাওয়া ‘প্রেম মে তোহরে অ্যায়সে পড়ি ম্যায়’ গানটি। অনেকেই শ্রাবন্তীর এই ভিডিও দেখে কটাক্ষ করলেও আবার অনেকেই প্রশংসার বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে শ্রাবন্তীর এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।