Srabanti Chatterjee: আমি ঐশ্বরিক, পাগল নই: শ্রাবন্তী

আমি পাগল নই, শুধু ঈশ্বরে বিশ্বাসী, রিল ভিডিও শেয়ার করে এমনটাই মত শ্রাবন্তীর (Srabanti Chatterjee)। টলিউডের মিষ্টি নায়িকা তিনি। পাশাপাশি বলা যায় টলিপাড়ার বিতর্কির চরিত্রের মধ্যে তিনি একজন। রিল হোক বা রিয়েল লাইফ সব নিয়েই সংবাদের শিরোনামে থাকেন নায়িকা। জীবনে নানান ওঠাপড়া ও ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন। তবে, নিজের কেরিয়ারে তার কোনো প্রভাবই পরতে দেননি।
View this post on Instagram
এমনকি ব্যাক্তিগত জীবন নিয়ে বারংবারই তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে। পাশাপাশি পান থেকে চুন খসলেই নেটিজেনদের কটাক্ষ তো রয়েছেই। তবে, তাতে কুচ পরোয়া নেই অভিনেত্রীর। বরং যতদিন যাচ্ছে ততই যেন নিজেকে নিত্য নতুন লুকে মেলে ধরছেন।
View this post on Instagram
কিন্তু তার ছবি দেখলে তা বোঝার উপায় নেই একবিন্দুও যে তার ৩৫ পেরিয়ে গেছে । এই বয়সেও শ্রাবন্তী তার গ্ল্যামার দিয়ে ১৮-র তরুনীদের গুনে গুনে দশ গোল দিতে পারেন। সম্প্রতি শ্রাবন্তী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি রিল ভিডিও। যেখানে তার পরণে রয়েছে পার্পেল কালারের ফুল স্লিভ কো অর্ড সেট। সঙ্গে সিকুইনড টিউব টপ। তারউপর পার্পেল রঙের ফুলস্লিভ স্রাগ। সঙ্গে পালাজো। গলায় সাদা রঙের নেকপিস, হাতে ফ্লোরাল ডিজাইনের আংটি। পনিটেল করা চুলে হালকা মেকআপে শ্রাবন্তীর এই লুক মুহূর্তেই নজর কেড়েছে সকলের।
View this post on Instagram
ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন যে, ‛আমি পাগল নই, শুধু ঈশ্বরে বিশ্বাসী’। আর এই কথার মাধ্যমে অভিনেত্রী আরও একবার বুঝিয়ে দিলেন যে, জীবনের নেতি বাচক পরিস্থিতিতে ঈশ্বরই মানুষকে লড়াই করার শক্তি দেয়। আগামী দিনে শ্রাবন্তীকে ‛ডিয়ার ডি’, ‛হাঙ্গামা ডট কম’ সহ আরও অনেক ছবিতেই দেখা যাবে। পাশাপাশি সামলাবেন ‛ডান্স বাংলা ডান্স’-র বিচারকের আসন।