সিরিয়ালে আসছে নতুন চমক, অবশেষে ফিরে এলো মিঠাই! নতুন প্রোমো ঘিরে তুমুল উত্তেজনা দর্শকমহলে

প্রথম দশ থেকে জায়গা হারাতেই ফিরে এলো মিঠাই রানী! ধারাবাহিকের নতুন প্রোমো দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের। একটা সময় টানা ৫৬ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরার সেরা ধারাবাহিক ছিল মিঠাই। কিন্তু মাঝে খানিকটা দমে যাওয়ায় প্রাইম টাইমের বদলে সন্ধ্যে ৬ টার স্লটে দেখা যাচ্ছে এই ধারাবাহিক। কিন্তু তাতে কি? আজও মিঠাই ম্যাজিক একইভাবে অব্যাহত রয়েছে দর্শকদের মনে।
একটা সময় মিঠাই-সিডের (Mithi-Sid) দুস্টু মিষ্টি খুনসুটিতে ভরা জীবন কাহিনী দেখতে টিভির পর্দায় ভিড় জমাতো ভক্তরা। আর অন্যদিকে ৫০ বছর ধরে মিষ্টির কারবার করা মোদক পরিবার। একটি একান্নবর্তী পরিবারের সুখ-দুঃখ, ভালোলাগা-মন্দ লাগা এমনকি ছোট ছোট কথার গুরুত্ব নিয়ে গড়ে উঠেছিল এই সিরিয়াল। তারপর অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে গিয়েছে এই পরিবারের উপর দিয়ে। শত্রুদের ষড়যন্ত্রে মৃত্যু হয়েছে মিঠাই রানীর।
বর্তমানে ধারাবাহিক লিপ নিয়েছে কয়েক বছর। আর সেখানে নেই মিঠাই রানী। তবে, মিঠাইয়ের আদলে সেই মুখে এন্ট্রি নিয়েছে মিঠি। ওদিকে সিডও মিঠাইয়ের খুনীদের খুঁজে বের করার জন্য জয়েন করেছে পুলিশে। আর তাদের ছেলে শাক্যও বড় হয়েছে খানিকটা। প্রথমদিনে সে একেবারেই পড়াশোনা করতো না। আর এই নিয়ে মোদক পরিবারে প্রায় সময়ই অশান্তি চলতো। কিন্তু বর্তমানে মিঠি আসার পর সেসব মিটেছে।
যদিও মিঠাইয়ের মতো দেখতে এই মিঠি আদব কায়দা ও কথাবার্তার দিক দিয়ে একেবারেই মিঠাইয়ের থেকে আলাদা। তবে, মিঠাইয়ের মতো তাকে দেখতে হওয়ায় তার সুযোগ নিয়েই সিড মিঠাইয়ের খুনীদের ধরার চেস্টা চালাচ্ছে। সাম্প্রতিক এপিসোডে দেখাও গিয়েছে যে, একটু জন্য আদিত্য আগরওয়াল পুলিশের হাত থেকে ফসকে গেছে। আহত হয়েছে সিড। মিঠিই তার সেবা করছে।
তবে, এসবের মাঝেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে যে, জখম অবস্থায় সিড গাড়ি থেকে নামছে। আর তখন মিষ্টি নামের একটি বাচ্চা মেয়ে তাকে জলের গ্লাস এগিয়ে দেয়। কিন্তু এই বাচ্চা মেয়েটিকে খুঁজতেই লণ্ঠন হাতে এগিয়ে আসে একজন মহিলা। আর যাকে কিনা একেবারে হুবুহু মিঠাইয়ের মতো দেখতে। তাহলে কি সত্যি এবার ফিরে এলো মিঠাই রানী? কিন্তু মিষ্টি নামের এই মেয়েটি কে? তার সঙ্গে মিঠাইয়েরই বা কি সম্পর্ক এসব নানান প্রশ্নই এখন আসছে দর্শকদের মনে। পাশাপাশি দেখার পালা যে, মিঠাইয়ের এন্ট্রিতে টিআরপি তালিকায় কোনো বড়সড় রদবদল হয় নাকি।