কান থেকে ঝরঝরিয়ে পড়ছে রক্ত! ‘মিঠাই’ সৌমিতৃষার এই অবস্থা দেখে বেজায় মন খারাপ অনুরাগীদের
সময়টা একেবারে ভালো যাচ্ছে না মিঠাই টিমের। দিন কয়েক আগেই শ্যুট করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা জন ভট্টাচার্য। আর এবারে আহত হলেন মিঠাই রানী।

কান থেকে ঝরছে রক্ত! ফের একবার আহত মিঠাই রানী। তবে সেই অবস্থাতেই শ্যুটিংয়ের উদ্যেশে রওনা দিলেন অভিনেত্রী। কিন্তু কিভাবে ঘটলো এমন ঘটনা তা জানতে উৎসুক সৌমিতৃষার (Soumitrisha Kundu) ফ্যানেরা। সময়টা একেবারে ভালো যাচ্ছে না মিঠাই টিমের। দিন কয়েক আগেই শ্যুট করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা জন ভট্টাচার্য। আর এবারে আহত হলেন মিঠাই রানী। যদি শুটিংয়ের কারণে নয়। এই আহত নিজের কারণেই হয়েছেন অভিনেত্রী। অন্তত তেমনটাই মত সৌমিতৃষার।
কান দিয়ে ঝরঝরিয়ে রক্ত পড়তে দেখা গেল। আর সেই ছবি অভিনেত্রী তুলে ধরেছেন নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে। আর তা দেখেই মনখারাপ ভক্তদের। এমনকি ছবি পোস্ট করে অভিনেত্রী এও লিখেছেন যে, ‛কেয়ারলেস মানুষ হলে যা হয় আর কি’। কিন্তু কিভাবে ঘটলো এমন ঘটনা সেটাই ভাবছেন নিশ্চই? নায়িকার চোট লাগার কারণ জানতেই জনপ্রিয় এক সংবাদমাধ্যম যোগাযোগ করেছিল সৌমিতৃষার সঙ্গে। শ্যুটিংয়ে বেরোনোর তাড়ার মাঝেই ফোন ধরে জানান আসল কারণ।
সৌমিতৃষা (Soumitrisha Kundu) বলেন যে, ২ মাস আগে কান ফুটিয়েছিলাম। সেটা কোনোভাবে শুকোয়নি। গতকাল রাতে ফোন ঘাঁটতে ঘাঁটতেই পুসটাকে খুলতে গিয়ে কানের দুল এক ঝটকায় খুলে যায়। আর তখনই রক্ত পরতে শুরু করে। যদিও এখানেই শেষ নয় কাহিনী। অভিনেত্রীর মা রান্না ঘরে যাওয়া মাত্রই চিন্তায় পড়ে যায় সৌমিতৃষা। তার শখের কানের ফুটো যাতে বুজে না যায়।
আর তখনই তড়িঘড়ি সোনার দুল পড়তে যান। আর ভুলভাবে কানের ঢুকে যাওয়া বাঁধে আরেক বিপত্তি। না কানের ভিতরে যাচ্ছে না বাইরে আসছে। তারপর ডাক্তারকেও ফোন করেন। এরপরই শুটিংয়ের জন্য তৈরি হতে হতে গোপালকে ডাকতে থাকেন। আর তখনই নাকি হেঁচকা টান দিতেই খুলে যায়। তবে, এখন কেমন আছেন অভিনেত্রী সেই প্রশ্নের উত্তরে সৌমিতৃষা বলেছেন যে, প্রচন্ড ব্যাথা, কান ফুলে আছে। ডাক্তারের কথায় কান ফুলে থাকার কারণে চ্যানেল ছোট হয়ে গিয়েছে। আর তাই এই অবস্থা। তবে আজ থেকে ওষুধ খাবেন বলেই জানিয়েছেন।