×
EntertainmentTrending

মা হবার পর প্রথম দীপাবলি শুভশ্রীর, নতুন লুকে ছেলেকে চমকে দিলেন অভিনেত্রী

বাংলা চলচ্চিত্র জগতে অতি জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। অভিনয়ের মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন সকলের মন। ১৯৮৯ সালের ৩ নভেম্বর বর্ধমান জেলায় তার জন্ম হয়। তিনি খুবই সাধারণ পরিবারে জন্মেছিলেন। কিন্তু তাঁর অভিনয় সত্তাকে কাজে লাগিয়ে তিনি আজ টলিউডের ১ নম্বর নায়িকাদের তালিকায় একজন হয়ে উঠেছেন।

পিতৃভূমি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বাংলা সিনেমায় অভিষেক ঘটে। সেখানে তিনি জিৎ এর বোন এর চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর রাজ চক্রবর্তীর পরিচালনায় চ্যালেঞ্জ ও অন্যান্য সিনেমায় অভিনয় করে তিনি পরিচিতি লাভ করেন।

ADVERTISEMENT

এরপর ২০১৮ সালে সফল পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। আর সেই পুত্রকে নিয়েই এখন মেতে আছেন রাজশ্রী।

তাঁদের সন্তান ইউভানের জন্মের পর থেকে তাকে ছাড়া কোনো ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেনা রাজ-শুভশ্রী। তবে, এই দীপাবলির মরসুমে সম্প্রতি শুভশ্রী একটি তার নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাতে অভিনেত্রীকে সম্পূর্ন ঘরোয়া স্পেগেটিতে দেখা গিয়েছে। মেকআপ ছাড়াই যেন চকমক করছে রাজ ঘরণীর মুখ।

উৎসবের মরসুমে আরবানার ঘর ও যে আলোয় আলোয় সেজে উঠেছে তা স্পষ্ট এই ছবিতে। ব্যালকনিতে দাঁড়িয়েই শুভশ্রী তার অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

ADVERTISEMENT

Related Articles