Entertainment

Shruti Das: প্রেমিক স্বর্ণেন্দুর সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘ত্রিনয়নী’ শ্রুতি দাস

Advertisement
Advertisements

বিয়ে করবো ঠিকই, তবে এবছর নয়, আগামী বছর শীতে। এবার অকপট সাক্ষাৎকারে পর্দার ‛রাঙা বউ’ ওরফে শ্রুতি দাস (Shruti Das)। বর্তমানে টেলিপাড়ায় চলছে বিয়ের মরসুম। ইতিমধ্যেই বিয়ে সেরে ফেলেছেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দোপাধ্যায় (Sudipta Banerjee)। বর্তমানে আরও এক টেলি অভিনেত্রী মিষ্টি সিং-এর (Misti Singh) বিয়ের খবরে উত্তাল নেটপাড়া। আর তারই মাঝেই আগামী বিয়ের খবর দিলেন অভিনেত্রী শ্রুতি দাস।

Shruti Das: প্রেমিক স্বর্ণেন্দুর সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘ত্রিনয়নী' শ্রুতি দাস

সুদীপ্তা ব্যানার্জির বিয়ের অনুষ্ঠানে একেবারে স্বর্ণেন্দুকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন পর্দার পাখি (Pakhi)। আর সেখানেই এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের বিয়ে নিয়েও আগাম কিছু খবর জানালেন। যথারীতি এই জুটিকে একসঙ্গে পেয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে, এবার তারা কবে বিয়ে করবেন? আর তাতেই শ্রুতি (Shruti Das) জানিয়েছেন যে, বিয়ে করবেন ঠিকই। তবে, এবছর নয়। আগামী বছর শীতে।

Shruti Das: প্রেমিক স্বর্ণেন্দুর সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘ত্রিনয়নী' শ্রুতি দাস

পাশাপাশি শ্রুতি (Shruti Das) আরও বলেছেন যে, তিনি সাজতে ভালোবাসেন। আর তাই গরমে সাজগোজ করা বেশ কঠিন। আর তাই বিয়েটা শীতেই সারবেন। আপাতত এখনও অনেকটা সময় দেরি আছে। বর্তমানে তার ২৭ বছর বয়স। এখনই বিয়ে করলে কেরিয়ারের ক্ষতি হবে না তো? সেই বিষয়ে শ্রুতি জানিয়েছেন যে, এই বিষয়টা নিয়ে তিনিও ভেবেছেন। আর তাই তিনি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

প্রসঙ্গত, শ্রুতি-স্বর্ণেন্দুর (Shruti-Swarnendu) বয়সের ফারাক ১৪ বছর। শ্রুতিরই প্রথম ভালোলাগে স্বর্ণেন্দুকে। আর বিয়ে করলে একেই বিয়ে করবেন বলেই মনস্থির করেন। যথারীতি স্বর্ণেন্দুকে নিজের ভালোবাসার কথাও জানায় শ্রুতি। প্রথম দিকে স্বর্ণেন্দু (Swarnendu Samaddar) বিষয়টিকে পাত্তা না দিলেও পরে মাস ছয়েক সময় নেয় শ্রুতির (Shruti Das) কাছে। যদিও ৬ মাসের আগেই শ্রুতিকে ‘আই লাভ ইউ টু’ বলে দেয় স্বর্ণেন্দু।

 

View this post on Instagram

 

A post shared by 🧿Shruti Das🧿 (@shrutidas_real)

তবে, এরমাঝেও বহু বাঁধা এসেছে। প্রথমদিকে শ্রুতির পরিবারের কেউই রাজি ছিলেন না এই সম্পর্কে। বিশেষ করে শ্রুতির মা ঘোর বিরোধী ছিলেন এই সম্পর্কের। তবে, সময়ের সঙ্গে সঙ্গে সবটাই ঠিক হয়ে গিয়েছে। শ্রুতিও জানিয়েছেন তিনি স্বর্ণেন্দুকেই (Swarnendu Samaddar) বিয়ে করবেন। এমনকি স্বর্ণেন্দুকে তিনি শুধু তার প্রেমিক হিসেবে নয় একজন শিক্ষক, গাইড হিসেবেও দেখেন। বর্তমানে এই জুটির চারহাত মেলার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।