রাহুল অতীত! তোয়ালে জড়িয়ে প্রথম ভালোবাসার মানুষের ছবি শেয়ার করলেন ‘গাঁটছড়া’র দ্যুতি

সাদা তোয়ালেতে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন টেলি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharjee)। এই মুহূর্তে গাঁটছড়া ধারাবাহিকে দ্যুতি নামের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। একটা সময় অভিনেতা গৌরব রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। তবে, আপাতত সিঙ্গেলই রয়েছেন। বর্তমানে তিনি নিজের কেরিয়ার নিয়ে বেশ ব্যস্ত। সঙ্গে ব্যস্ত নিত্য নতুন ছবি ও রিল ভিডিও নিয়ে।
সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি ভিডিও (Video) শেয়ার করেছেন। যেখানে তার পরনে রয়েছে সাদা রঙের তোয়ালে। বুক অবধি জড়ানো তোয়ালেতে মিরর সেলফিতে মজেছেন অভিনেত্রী। ক্লিভেজ ছুঁয়েছে লকেট। ভেজা চুল ও চোখ বন্ধ করা ছবিতে শ্রীমার এই লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। সঙ্গে জুড়েছেন জাস্টিন বিবারের জনপ্রিয় ‛বেবি’ গানটি। ভিডিও শেয়ার করে শ্রীমা ক্যাপশনে লিখেছেন যে, ‛আমার প্রথম ভালোবাসা’। সঙ্গে দুটি হার্টের ইমোজি দিয়েছেন।
আর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন অলওয়েজ, পটারহেড, হ্যারি পটার, ফার্স্ট লাভ, রিলসইনস্টাগ্রাম। আসলে কিশোরী বয়সে শ্রীমার ক্রাশ ছিল ড্যানিয়েল র্যাডক্লিফ (Daniyel Radcliff)। কারণ হ্যারি পটারের চরিত্রে তার অভিনয় শ্রীমার বেশ পছন্দ হয়েছিল। শ্রীমার (Shreema Bhattacharjee) সেই প্রথম ভালোবাসার কথাই শ্রীমা তার ক্যাপশনে তুলে ধরেছেন।
View this post on Instagram
এই মুহূর্তে আউটডোর শ্যুটিংয়ে ব্যস্ত ‛গাঁটছড়া’ র গোটা টিম। আর শ্যুটিং পাশাপাশি জমিয়ে চলছে মজা। আর সেই ছবি ও ভিডিও অভিনেতা ও অভিনেত্রীরা শেয়ার করছেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে। সম্প্রতি শ্রীমার (Shreema Bhattacharjee) শেয়ার করা উষ্ণতায় ভরা এই লুক ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।