Beautiful, ‘ডান্স ডান্স জুনিয়র’র মঞ্চে হিন্দি গানে দুর্দান্ত নাচ অভিনেত্রী সন্দীপ্তার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

‛ডান্স ডান্স জুনিয়র’ র (Dance Dance Junior Season 3) মঞ্চে দূর্দান্ত নেচে তাক লাগলো অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। তার জনপ্রিয়তা নিয়ে আশাকরি নতুন করে বলার নেই। ‛দুর্গা’ ধারাবাহিক দিয়ে পা রেখেছিলেন টেলিভিশন জগতে। এরপর একের পর এক ধারাবাহিকে সুদক্ষ অভিনয় দিয়ে নজর কেড়েছেন দর্শকদের। শেষবার তাকে জি বাংলার পর্দায় ‛করুনাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে মা সারদার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।
শুধু ধারাবাহিকই নয় একাধিক ওয়েব সিরিজেও দেখিয়েছেন নিজের অভিনয় দক্ষতা। কমবেশি সকলেরই জানা যে, অভিনয়ের পাশাপাশি একজন অসাধারণ নৃত্যশিল্পী সন্দীপ্তা। ছোট থেকেই নাচের প্রতি তার আগ্রহ। অভিনেত্রী যে কত ভালো নাচতে পারেন তার প্রমান মেলে তার ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে। সম্প্রতি আবারও একবার তার নাচের সাক্ষী রইলেন নেটিজেনরা।
‛ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ র মঞ্চে তাকে নাচতে দেখা গেল। জনপ্রিয় হিন্দি গান ‛ঢোলিরা’ তে দুর্দান্ত নেচে তাক লাগিয়েছেন সন্দীপ্তা। সম্প্রতি স্টার জলসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশ্যে এসেছে। এদিনের মঞ্চে দেব, রুক্মিণী, মনামীর পাশাপাশি উপস্থিত ছিলেন কোয়েল। সন্দীপ্তার নাচ দেখে বহু মানুষ তার নাচের প্রশংসা করে কমেন্টও করেছেন।
৩৬ বছর বয়সী এই অভিনেত্রী যত দিন যাচ্ছে ততই যেন তার গ্ল্যামারে পাগল করে তুলছেন সকলকে। তাঁকে দেখলে বয়স বোঝার উপায় নেই কারোরই। নিজের উপর লাইম লাইট কিভাবে ধরে রাখতে হয় তা বেশ ভালোই জানেন অভিনেত্রী। গত বছরে ‛মর্ডান নারী’ মিউজিক ভিডিও (Video) এলবামে একেবারে অন্যভাবে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।