×
EntertainmentVideoViral Video

Beautiful, বলিউড সুপারহিট গানে তীব্র শরীরী হিল্লোলে দুর্দান্ত নাচ অভিনেত্রী ঋত্বিকার, তুমুল ভাইরাল ভিডিও

‛Tere Ishq Mein Pagol Ho Gaya Dewana Tera Re’ গানে রিল ভিডিওতে মাতলেন অভিনেত্রী ঋত্বিকা সেন (Rittika Sen)। টলিপাড়ার সুপরিচিত একজন অভিনেত্রী হিসেবে তাকে মোটামুটি সকলেই চেনেন। অনেকেই হয়তো তাকে আবার স্টার জলসার পর্দায় একসময় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‛বউ কথা কও’ তে দেখে থাকবেন।

Beautiful, বলিউড সুপারহিট গানে তীব্র শরীরী হিল্লোলে দুর্দান্ত নাচ অভিনেত্রী ঋত্বিকার, তুমুল ভাইরাল ভিডিও -

সেখানে শিশুশিল্পী মিলি-র চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। প্রায় বছর ১২-র বেশি হয়ে গিয়েছে সেই ধারাবাহিকের। অনেক কাছেই তখন সেটি পছন্দের সিরিয়ালের মধ্যে একটি ছিল। যার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন আজকের অভিনেত্রী মানালী দে। তবে, ২০১২ সালে ‛১০০% লাভ’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে পা রাখেন টলিউড ইন্ডাস্ট্রিতে।

 

View this post on Instagram

 

A post shared by Rittika Sen (@rittika_sen)

এরপর ২০১৪ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‛বরবাদ’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে তাকে দেখেন দর্শকেরা। এই সিনেমায় তার বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা বনি সেনগুপ্তকে। এরপর ২০১৫ সালে দেবের বিপরীতে ‛আরশিনগর’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল। তবে, এখানেই শেষ নয়। ‛ভিলেন’, ‛লাভ স্টোরি’, ‛রাজা রানী রাজি’, ‛মিসড কল’, ‛ভূতচক্র’, ‛জিও পাগলা’ র মতো একাধিক সিনেমায় তিনি মুখ দেখিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Rittika Sen (@rittika_sen)

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ ঋত্বিকা। মাঝেমধ্যেই রিল ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি এবার তাকে ‛Tere Ishq Mein Pagol Ho Gaya Dewana Tera Re’ গানে ছাদের মধ্যেই দুর্দান্ত নাচতে দেখা যাচ্ছে। তার পরনে রয়েছে নীল রঙের লেহেঙ্গা-চোলি। খোলা চুলে উন্মুক্ত নাভিতে নিজের মতো করে নেচে চলেছেন অভিনেত্রী। সিনেমায় গানটি গেয়েছিলেন অলকা ইয়াগণিক, উদিত নারায়ণ, স্বপ্না আওয়াস্থি।

 

View this post on Instagram

 

A post shared by Rittika Sen (@rittika_sen)

আর এবার সেই গানের সঙ্গেই নেচে তাক লাগালেন অভিনেত্রী ঋত্বিকা সেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛সুন্দরী’। আবার কেউ লিখেছেন ‛অসাধারণ’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ঋত্বিকার এই নাচের ভিডিও।