×
EntertainmentTrending

লাস্যময়ী রূপে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী ঋতাভরী, তুমুল ভাইরাল ছবি

বাংলা চলচ্চিত্রে অতি জনপ্রিয় মুখ ঋতাভরী চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি মডেলিং এও তার যথেষ্ট নাম। তবে, শুরুটা করেছিল সিরিয়াল দিয়েই। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ তে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিল তিনি। সেই সময়ের সেই দুষ্ট মিষ্টি ললিতা ছিল সকলের প্রিয়।

তবে, তখনকার মতো আজও সে সকলেরই প্রিয় হয়েই রয়েছে। সিরিয়াল করার কিছুদিনের মধ্যেই সাফল্যের দেখা পান তিনি। মা বিখ্যাত লেখিকা ও পরিচালক। এছাড়া দিদিও অভিনয়ের সঙ্গেই যুক্ত। যারফলে ঋতাভরীর কাছে এই জগতটা একেবারেই অচেনা নয়।

ADVERTISEMENT

বর্তমানে সিরিয়াল এমনকি টলিউডের গন্ডি পেরিয়ে ঋতাভরী পৌঁছে গিয়ে বলিউডে। সিনেমাজগত তো বটেই তার পাশাপাশি ইন্সট্রাগ্রামেও তিনি বেশ জনপ্রিয়।

কখনও বিদেশ ট্যুর বা কখনও ছবির প্রমোশন সবকিছুরই লাইভ আপডেট থাকে তার প্রোফাইলে। তার একেকটি ছবি এবং ভিডিও ঝড় তোলে ভক্তদের হৃদয়ে। কখনও মায়ের সঙ্গে ছবি বা কখনও নিজের সঙ্গে কাটানো নিজের ছবি। আবার কখনও বিকিনিতে ছবি বা কখনও অন্তবাস ছাড়াই ছবি পোস্ট করেন তিনি। আর সব সময়ই তিনি ভক্তদের থেকে প্রশংসা পান।

View this post on Instagram

Here 🖤

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty) on

সম্প্রতি তিনি একটি ছবি ইনস্ট্রগ্রামে পোস্ট করেছেন। তাতে তাকে কালো পোশাকে বোল্ড ফটো শ্যুটে দেখা যাচ্ছে। সবসময়ের মতোই তার এই ছবিও ভাইরাল হয়েছে। তার রূপে মুগ্ধ সকলেই।

ADVERTISEMENT

Related Articles