চুপিসারে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী! জল্পনা তুঙ্গে টলিপাড়ায়
বাংলা টেলিভিশন তথা চলচ্চিত্র জগতের অতি জনপ্রিয় মুখ ঋতাভরী চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি মডেলিং এও তার যথেষ্ট নাম। তবে, শুরুটা করেছিল সিরিয়াল দিয়েই। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ তে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিল তিনি। সেই সময়ের সেই দুষ্ট মিষ্টি ললিতা ছিল সকলের প্রিয়।
তবে, তখনকার মতো আজও সে সকলেরই প্রিয় হয়েই রয়েছে। সিরিয়াল করার কিছুদিনের মধ্যেই সাফল্যের দেখা পান তিনি। মা বিখ্যাত লেখিকা ও পরিচালক। এছাড়া দিদিও অভিনয়ের সঙ্গেই যুক্ত। যারফলে ঋতাভরীর কাছে এই জগতটা একেবারেই অচেনা নয়।
বর্তমানে সিরিয়াল এমনকি টলিউডের গন্ডি পেরিয়ে ঋতাভরী পৌঁছে গিয়ে বলিউডে। সিনেমাজগত তো বটেই তার পাশাপাশি ইন্সট্রাগ্রামেও তিনি বেশ জনপ্রিয়। কখনও বিদেশ ট্যুর বা কখনও ছবির প্রমোশন সবকিছুরই লাইভ আপডেট থাকে তার প্রোফাইলে। তার একেকটি ছবি এবং ভিডিও ঝড় তোলে ভক্তদের হৃদয়ে। কখনও মায়ের সঙ্গে ছবি বা কখনও নিজের সঙ্গে কাটানো নিজের ছবি।
তবে, সম্প্রতি অভিনেত্রী এবার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বিয়ের কথা জানিয়েছেন। টলিউডে এখন বিয়ের মরশুম। অনির্বাণের পর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন গৌরব-দেবলীনা, নীল-তৃণা, অঙ্কুশ ঐন্ড্রিলা।
আর তাই এবার অভিনেত্রীকেও বিয়ের কথা জিজ্ঞেস করলে তিনি হাসিমুখে বললেন,”সেটা এখন বলা যাবে না”। ক্রমশ প্রকাশ্য এর মানেই বোঝা যাচ্ছে তিনি একটু সাসপেন্স রাখতে চাইছেন। কিন্তু প্রশ্ন পাত্র কি ঠিক আছে নাকি তিনি পরে ঠিক করবেন তা অবশ্য সময় বলে দেবে।
তবে, এখন অভিনেত্রী নিজের কেরিয়ার, মডেলিং আর পড়াশোনাকেই প্রাধান্য দিচ্ছেন। তবে, তাঁর অভিনেত্রীর বিয়েতে কত ছেলের যে মন ভাঙবে তা বলার অপেক্ষা রাখে না।