×
Entertainment

পোশাকের ফাঁকে উন্মুক্ত বক্ষ বিভাজিকা! বালি মাখা শরীরে লাস্যময়ী অভিনেত্রী ঋতাভরী, নিমেষে ভাইরাল ছবি

সমুদ্র সৈকতে নোনাবালি গায়ে মেখে উষ্ণ ফটোশ্যুটে মাতলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সম্প্রতি অভিনেত্রী নিজের ইন্সট্রাগ্রাম (Instragram) হ্যান্ডেলে শেয়ার করেছেন কয়েকটি ছবি। যেখানে তাঁর বোল্ড লুক দেখে নিমেষেই ঘায়েল হয়েছেন তাঁর ভক্তরা। ঘুম উড়েছে বহু পুরুষের। টেলিভিশন (Television) দিয়েই অভিনয় জগতে হাতে খড়ি হয় তাঁর।

স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‛ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালে (Serial) ললিতা নামের একটি চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এখন তিনি টলিউডের (Tollywood) গন্ডি পেরিয়ে বলিউডে (Bollywood) পা রেখেছেন। সেখানেও তাঁর অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন সকলেই। তবে, যতটানা অভিনয়ের কারণে সংবাদের শিরোনামে থাকেন তারচেয়ে বেশি থাকেন তার হট লুকের কারণে।

অভিনয়ের পাশাপাশি ঘুরতে যেতেও বেশ পছন্দ করেন অভিনেত্রী। আর তাই কাজের ফাঁকে সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঋতাভরী। তবে, সম্প্রতি আবারও একবার তার হট পোজে ঘুম উড়েছে নেটিজেনদের। তার পরণে রয়েছে কালো রঙের ডিপ নেক ট্রান্সপারেন্ট টপ। পোশাকের ফাঁকে স্পষ্ট দুধ সাদা রঙের অন্তর্বাস। সঙ্গে মানানসই ফ্লোরাল জুয়েলারি। নিউড মেকআপ ও নিউড লিপস্টিকে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।

সমুদ্র সৈকতে নোনাবালি গায়ে মেখে খোলা চুলে ঋতাভরীর একেরপর এক উষ্ণ চাউনি মুহূর্তেই ধুকপুকুনি বাড়িয়েছে পুরুষ ভক্তদের হৃদয়ে। ছবি শেয়ার করে ঋতাভরী ক্যাপশনে লিখেছেন যে, ‛একমাত্র চোখ সমস্ত ফুলিঙ্গ তৈরি করতে পারে’। ছবি ভাইরাল হওয়া মাত্রই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛বং ক্রাশ’। কেউ লিখেছেন ‛উফফ আগুন’। আবার কেউ লিখেছেন ‛তোমায় দেখে কেমন একটা হচ্ছে’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ঋতাভরীর এই হট লুকের ভিডিও।