পরনে শুধু অন্তর্বাস নেই প্যান্ট, বোল্ড লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

টলিউডের টপ নায়িকাদের তালিকায় নাম রয়েছে এনার। ছোট পর্দা থেকে শুরু করে বড়ো পর্দায় রাজ করছেন এই অভিনেত্রী। জনপ্রিয়তা পেয়েছেন ছোট পর্দা থেকেই। তাই সমানভাবে সেই জনপ্রিয়তা ধরে রাখতে বাছাই করা চরিত্রে অভিনয় করেন নায়িকা। কার কথা বলছি?
এইবার পরিষ্কার করেই বলা যাক, ছোট পর্দার ললিতা কে মনে আছে? একান্নবর্তী পরিবারের সেই ছোট্ট মিষ্টি বউ যার মিষ্টি রূপ এবং অভিনয়ে মুগ্ধ ছিল সবাই। বাংলার মা কাকিমারা তো তাকে সেই সিরিয়াল করা কালীন সময় থেকেই জানেন। কিন্তু নিজের নামটা আরও ছড়িয়ে দিতে নায়িকা বেছে নিয়েছেন আরও দুইটি পথ।
ওগো বধূ সুন্দরী সিরিয়াল শেষ হওয়ার পর আর কোনো চরিত্রে ছোট পর্দায় দেখা যায়নি তাঁকে। কিন্তু তাঁর ভক্তরা ভোলেনি তাঁকে। প্রতীক্ষায় ছিল তাঁর। তাদের বিশ্বাস ছিল তাঁদের প্রিয় ললিতা ফিরবে একদিন নতুন রূপে। সত্যিই তাই হলো নায়িকার দেখা মিলল বড়ো পর্দায়। এরই সাথে ঋতাভরী চক্রবর্তী নামটা সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। অ্যাক্টিং এর সাথে মডেলিং ও করে থাকেন তিনি। মানবিকতার দিক থেকেও নায়িকা উন্নত। সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকেন সর্বদায়। কলকাতায় সল্টলেকে নায়িকা একটি বধিরদের স্কুল চালান বলেও জানা গেছে।
ঋতাভরীর রুপে তো মুগ্ধ সবাই। তবে তিনি গুণেও কিছু কম নন তাঁর পরিচয় তো পেলেন। এই নায়িকার সমন্ধে নিশ্চয় আরও জানতে ইচ্ছে করে! ইচ্ছে তো করবেই, পছন্দের মানুষের খোঁজ রাখতে কার না ভালো লাগে। আপনার এই স্বপ্নের নায়িকা নিজের সাথে কিভাবে সময় কাটান জানেন? বই পড়ে নায়িকা একা সময় কাটান। সম্প্রতি এমনই একটি ছবি ‘মি টাইম’ ক্যাপশন সহ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নায়িকা। নায়িকা পড়ছেন “A Army of Lovers: A Community History of Will Munro”। পরনে নেই পোশাক, ছবিতে দেখা যাচ্ছে নায়িকাকে শুধু অন্তর্বাস পরা অবস্থায়।