ক্যামেরার সামনে পোশাক বদলালেন অভিনেত্রী রেশমি দেশাই! ভাইরাল ভিডিও

ক্যামেরার সামনেই পোশাক পড়তে ব্যস্ত রেশমি দেশাই। আর রাখ ঢাক নয় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ক্যামেরার সামনেই এবার নিজেকে সাজালেন রেশমি। হিন্দি ধারাবাহিক থেকে বিগ বসের ঘর সব কিছুতেই রেশমি দেশাই (Rashmi Desai)-কে দেখা গেছে নিজের প্রতিভা নিংড়ে দিতে। তবে বর্তমানে তাকে অভিনয়ে তেমন খুঁজে পাওয়া না গেলেও এক সে এক বোল্ড ও ছোট পোশাকে ফটো দিয়ে লাইম লাইট বজায় রেখেছেন তাঁর উপরে। ইনস্টাগ্রামে তাঁর অবাধ যাতায়াত রয়েছে প্রতিদিন। বর্তমানে তাঁর ৫.৯ মিলিয়ন ফলোয়ার্স আছে সেখানে।
View this post on Instagram
সম্প্রতি ক্যামেরার সামনে পোশাক বদলে আবারো একবার ঝড় তুললেন তিনি। প্রথমে প্লাজো প্যান্ট, ক্রপ টপ ও ওভার কোটে দেখা গেছে। ড্রেস চেঞ্জ করার পরেও ঠিক একই ধরণের পোশাকে আবারো ধরা দিয়েছেন তিনি যা দর্শক মহলে খুবই আলোচনা হচ্ছে। বরাবরই রেশমির ফ্যাশন টেস্ট নিয়ে প্রশংসা করেন সমালোচকরা। এবারেও তার ব্যতিক্রম হয়নি।
View this post on Instagram
এখনও পর্যন্ত ৬.২ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে ভিডিওতে। সাথেই ৪ লক্ষের কাছাকাছি লাইক ও প্রচুর কমেন্ট এসেছে। কমেন্ট বক্সে তার রূপ ও এই ভাইরাল ভিডিও নিয়ে যেমন গুণগান করেছেন ঠিক তেমনই তাঁকে নিয়ে কটূক্তি করতেও ছাড়েননি কিছু মানুষ। এর আগেও রেশমি বহুবার নিজের কাজ ও ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে শিরোনামে এসেছিলেন।
View this post on Instagram
৩৬ বছরের রেশমি ২০১২ সালে বিয়ে করেছিলেন। কিন্তু ২০১৬ সালে ডিভোর্স হয়ে যায় তাঁর। এখন তিনি পুরোপুরি সিঙ্গেল বলা চলে। ‘দিল সে দিল তাক’ কিংবা ‘উত্তরণ’ এর মতো ধারাবাহিকে দেখা মিলেছে তাঁর অভিনয় দক্ষতার। শোনা যায় টেলিভিশনের সবথেকে বেশি পারিশ্রমিক হাঁকানোর দিক থেকে রেশমি দেশাই সবার উপরে থাকেন। এমন বোল্ড ও হট অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা নেহাত কম হবে না তা বলাই বাহুল্য।