স্বামীকে খুশি করতে রোজ রাত্রে কি করেন, জানালেন রাণী মুখার্জি

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রানী মুখার্জি। একসময় একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। কিছুদিন আগেও তিনি ‘হিচকি’ ছবির মাধ্যমে আরও জনপ্রিয়তা পান।
তবে, যারা এই প্রফেশনে আছেন তাঁদের কিন্তু সাজগোজটা একটা অঙ্গ। কাজের কারণে ফিটফাট রাখতেই হয় নিজেদের। কিন্তু অভিনেত্রী রানী মুখার্জির গল্পটা একটু অন্যরকম। আর অভিনেত্রী নিজেই জানালেন সে কথা। তাঁর কথা অনুযায়ী তিনি কাজের জন্য যতটা না সাজেন তাঁর চেয়ে বেশি সাজেন স্বামীর জন্য।
অভিনেত্রী জানান, তাঁর স্বামী আদিত্য চোপড়া ক্যামেরার সামনে আসা নিজেও যেমন পছন্দ করেন না তেমনি তাঁদের একমাত্র কন্যা আদিরাও ক্যামেরার সামনে আসুক সেটাও পছন্দ করেন না। তবে, রানী মুখার্জি অভিনয় জগতেও যেমন সফল তেমনি সাংসারিক জীবনেও তিনি একজন ভালো স্ত্রী।
তবে, সংসার সুখের রাখতে আর স্বামীকে খুশি রাখতে তিনি বাড়ি ফেরার আগে বেশ সুন্দর পরিপাটি হয়ে সেজে থাকেন।তিনি মনে করেন সংসার সুখের রাখতে নিজেকে যেমন ঠিক রাখতে হয় তেমনি বাড়ির পরিবেশও ভালো রাখতে হয়। আর তিনি সেরকমই সুন্দর বাতাবরণ তৈরি করেন। আর তার জন্য তিনি সুন্দর পোশাকও পড়েন। তবে, অভিনয় থেকে সংসার রানী যে ১০ এ ১০ তা আর বলার অপেক্ষা রাখে না।