‘প্যান্ট পরতে ভুলে গেছেন’! ছোটখাটো পোশাকে রাস্তায় বেরিয়ে নেটবাসীদের কটাক্ষের মুখে রাকুল প্রীত সিং

রাকুল প্রীত সিং (Rakul Preet Singh) দক্ষিণের পরে বর্তমানে বলিউডেও বেশ আলোড়ন ফেলেছেন। ৩২ বছরের এই অভিনেত্রী ‘ইয়ারিয়ান’ সিনেমার মধ্যে বলিউডে পা রেখেছিলেন। প্রতিবারই তার ফ্যাশন ও সৌন্দর্যে হুঁশ খুইয়ে বসেন নেটিজেনরা। তবে এবারের ফ্যাশন যে তাঁকে বেশ ট্রোলের মধ্যে ঠেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
ভাইরাল হওয়া ফটো ভিডিওতে দেখা গেল, রাকুল প্রীত তার গাড়ি থেকে দরজা খুলে নেমে আসলেন। পরনে তার ডেনিম রঙে শার্ট। নেটিজেনরা কার্যত সেই ফটো দেখে বলেছেন রাকুল প্রীত নাকি প্যান্ট পড়তে ভুলে গেছে। এই নিয়ে কার্যত ব্যাপক ট্রোল শুরু হয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি রাকুল প্রীত এর আগেও ট্রোলের সম্মুখীন হয়েছিলেন।
তবে এই ফটোতে মাথা থেকে পা পর্যন্ত ডেনিম সেজেছিলেন। সাদা শার্ট, তার উপরে ছিল ডেনিম শার্ট ও একই রকমের ডেনিম হট প্যান্ট পরেছিলেন। সাথেই পায়ে ক্যাজুয়াল স্নিকার্স, চোখে রোদ চশমা ও চুল ছিল কোঁকড়ানো। হাতে একটি হ্যান্ড ব্যাগ ছিলো নায়িকার। তবে যেভাবে ট্রোল হয়েছেন তিনি তা নিজে দেখলে খারাপ ভাবতেন অভিনেত্রী। রাকুল প্রীত প্যান্ট পড়তে ভুলে গেছে কার্যত সেই কথা নিয়েই সবাই কমেন্ট করেছেন।
শেষবার তাঁকে ‘Chhatriwali’ সিনেমায় দেখা গিয়েছিলো যা ২০২৩ সালের ২০সে জানুয়ারি রিলিজ হয়েছে। এর পরে তাঁকে ‘Ayalaan’ নামের একটি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। শুধু তাই নয় ‘Indian 2’ সিনেমাতেও অভিনয় করবেন রাকুল প্রীত সিং।