ছেলের সাথে জমিয়ে লক্ষ্মীপুজো পালন করলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি, ভাইরাল দৃশ্য

করোনা আবহের মধ্যেই শেষ হল দূর্গাপূজো। তবে এবারের লক্ষীপুজোর জৌলুসতা যেন ফিকে হয়ে গেছে। লক্ষীপুজোয় গোটা কলকাতার চেনা ছবি অচেনা হয়ে গেছে। কোথাও নেই ভিড়, নেই কোন চাকচিক্য।
এবছর ঘরে ঘরে পুজো হলেও সবাই নমঃ নমঃ করে পুজো সেরেছেন, নেই তেমন আড়ম্বর। তবে এবারের পূজো রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য অন্য মাত্রা এনে দিয়েছে। কেননা প্রতিবছর পুজোর সময় তিনি বাইরে কাটান কিন্তু করোনা পরিস্থিতির কারনেই এবারের পুজোতে তিনি নিজের পরিবার ও বন্ধুদের সাথেই সময় কাটানোর সুযোগ পেয়েছেন।
নিজের বাড়িতে পুজো না করলেও নিজের আবাসনের পুজোতে মেতে উঠেছেন দিদি নং ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে হাল্কা হলুদ তাঁতের শাড়ি আর কালো ব্লাউজে সাথে মানানসই গয়না পড়ে আছেন তিনি।
কখনও তাকে দেখা যাচ্ছে নিজের ছেলের সাথে ছবি তুলতে। যেখানে ছেলেকে গলা জড়িয়ে পোজ দিয়েছেন আর ক্যাপশনে লিখেছেন শ্রী শ্রী লক্ষী পুজো.. মা সবার মঙ্গল করুক। তার এই ধরনের ছবি পোস্ট হতেই ভাইরাল নেট দুনিয়ায়।