মা হবার পর স্বামীর সাথে প্রথম আউটিং, ছোট্ট ছেলেকে বাড়িতে রেখে ঘুরে বেড়াচ্ছে অভিনেত্রী পূজা

সম্প্রতি কয়েকমাস আগেই মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তথা কুনাল ঘরণী পূজা ব্যানার্জী। মুম্বাই এর একটি বেসরকারি হাসপাতালে অভিনেত্রী তথা পূজা জন্ম দেয় একটি ফুটফুটে পুত্র সন্তানের। ছেলেকে পেয়ে বেজায় খুশি হয়েছেন অভিনেতা কুনাল ভার্মা। পূজা ও কুণালের ৯ বছরের সম্পর্কে তারা যেন এক নতুন মানে খুঁজে পেয়েছে ছেলেকে পেয়ে। তাঁদের এত দিনের ভালোবাসা যেন আরও একবার পূর্ণতা পেল ছেলেকে পেয়ে।
অন্য বাবা মায়ের মতোই সন্তানকে নিয়ে দিব্বি দিন কেটে যাচ্ছে তাদের। কিছুদিন আগেই ১মাস পূর্ণ হয়েছে তাদের সন্তানের। আর সেটা তারা সেলিব্রেশনও করেছেন। কুনাল এবং পূজা মনে করেন যে, এই ছেলেই তাদের ভালোবাসার এক অঙ্গ।
একটি হিন্দি ধারাবাহিকের সেট থেকেই কুনাল ও পূজার আলাপ। আর তারপরই সম্পর্কের সূত্রপাত। তারপর একে অপরের সঙ্গে কেটে গিয়েছে নয়টি বছর। আর তার মাঝেই তাদের সন্তানকে পেয়ে বেজায় খুশি এই দম্পতি। তাঁদের ছেলেকে দেখতে আকুল সব দর্শকরাই। তবে প্রতিবারই কিছু না কিছু ইমজিতে ঢেকে দেন সন্তানের মুখ।
তবে, সম্প্রতি পূজা তাঁর ইনস্ট্রগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে কুনাল এবং পূজাকে দেখা যাচ্ছে ছেলেকে রেখেই নিজেরা আউটিং এ বেড়িয়েছেন। সন্তান জন্মের পর পূজার এটা প্রথম আউটিং স্বামীর সঙ্গে। ছবিতে দেখা যাচ্ছে পূজার পরনে রয়েছে লাল ও কালো রঙের চেক শার্ট ও মাথায় ব্ল্যাক টুপি। আর কুণালের পরনে রয়েছে কালো রঙের টি-শার্ট। এতদিন পর দুজনকে একসঙ্গে দেখে খুশি অনুরাগীরাও। সম্প্রতি পূজা ও কুনালের এই আউটিং এর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।