কৃষ্ণ-শিব দুই ঈশ্বরের নাম মিলিয়ে দিলেন অভিনেত্রী, ছেলের নামে চমক দিলেন পূজা ব্যানার্জি
গত ৯ই অক্টোবর মুম্বাই এর একটি বেসরকারি হাসপাতালে অভিনেত্রী তথা কুনাল ঘরণী পূজা জন্ম দেয় একটি ফুটফুটে পুত্র সন্তানের। ছেলেকে পেয়ে বেজায় খুশি অভিনেতা কুনাল ভার্মা। পূজা ও কুণালের ৯ বছরের সম্পর্কে তারা যেন এক নতুন মানে খুঁজে পেয়েছে ছেলেকে পেয়ে।
অন্য বাবা মায়ের মতোই সন্তানকে নিয়ে দিব্বি দিন কেটে যাচ্ছে তাদের। সদ্য ১মাস পূর্ণ হয়েছে তাদের সন্তানের।
কুনাল এবং পূজা মনে করেন যে, এই ছেলেই তাদের ভালোবাসার এক অঙ্গ।
একটি ধারাবাহিকের সেট থেকেই কুনাল ও পূজার সম্পর্কের সূত্রপাত। তারপর একে অপরের সঙ্গে কেটে গিয়েছে নয়টি বছর। আর তার মাঝেই তাদের সন্তানকে পেয়ে বেজায় খুশি এই দম্পতি।
তাঁদের ছেলেকে দেখতে আকুল সব দর্শকরাই। তবে প্রতিবারই কিছু না কিছু ইমজিতে ঢেকে দিতেন সন্তানের মুখ। কিন্তু এই প্রথমবার সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন পূজা। ছেলে কৃশিব এর সঙ্গে কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কখনও ছেলে যেভাবে আঙ্গুল মুঠ করেছেন সেভাবে তারাও আঙ্গুল মুঠ করেছেন।
কখনও আবার দেখা যাচ্ছে কুনাল ছেলেকে দুহাত দিয়ে আদর করার ছলে উপরে তুলে আদর করছেন। আর সেখানেই তাদের সন্তানের মুখ একটু বোঝা যাচ্ছে। কখনও আবার পূজা নিজে সন্তানকে কোলে নিয়েছেন। এমনই নানান ছবি সম্প্রতি পূজা পোস্ট করেছেন। আর সেটাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শ্রী কৃষ্ণ ও মহাদেবের নাম মিলিয়ে ছেলের নাম কৃশিব দিয়েছেন অভিনেত্রী। যার মধ্যে অভিনত্বের ছোঁয়া রয়েছে।