×
Entertainment

প্রযোজক অন্তর্বাস দেখতে চেয়েছিলেন! বাঁচিয়েছিলেন সালমান, মুখ খুললেন প্রিয়াঙ্কা

হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। ২০০২ সালে তিনি মিস ওয়ার্ল্ড হন। এরপর ‘দা হিরো’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন। তবে, এখন আর তাঁকে বলিউডে দেখা যায়না। ২০১৮ সালে প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

প্রযোজক অন্তর্বাস দেখতে চেয়েছিলেন! বাঁচিয়েছিলেন সালমান, মুখ খুললেন প্রিয়াঙ্কা -

এখন হলিউডই তাঁর মূল লক্ষ্য ও মূল আস্তানা। স্বামী নিক জোনাসের (Nick Jonas) হাত ধরেই তিনি বিদেশে গ্রীন কার্ডের অংশীদারি হয়েছেন। ২০২২ সালটা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছে একটু বেশিই স্পেশাল বটে। বলা যেতে পারে যে এই সালটি অভিনেত্রীর জীবন বদলের একটি বছর। কেননা চলতি বছরের ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন।

প্রযোজক অন্তর্বাস দেখতে চেয়েছিলেন! বাঁচিয়েছিলেন সালমান, মুখ খুললেন প্রিয়াঙ্কা -

এত দিন তার পরিচয়ের তালিকায় অনেক উপাধি যুক্ত হয়েছে। আর এবার থেকে তার নতুন একটি পরিচয় হল তিনি একজন মা। মেয়ে হওয়ার আনন্দে নিক ও প্রিয়াঙ্কা (Nick – Priyanka) দুজনেই খুশিতে ভাসছেন। তবে, এর মাঝেও বারেবারে অতীতের স্মৃতি ঘিরে আসে অভিনেত্রীর মনে। বলিউডের ‛ডার্ক সাইট’ দিক সম্পর্কে অজানা নেই কারোর কাছে। একটা সময় তেমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন প্রিয়াঙ্কা। অতীতের পাতা উল্টে সেই স্মৃতিই ভাগ করে নিলেন অভিনেত্রী।

প্রযোজক অন্তর্বাস দেখতে চেয়েছিলেন! বাঁচিয়েছিলেন সালমান, মুখ খুললেন প্রিয়াঙ্কা -

প্রিয়াঙ্কা বলেছেন যে, প্রযোজক নাকি তার অন্তবাস দেখতে চেয়েছে। সময়টা ছিল প্রিয়াঙ্কার কেরিয়ারের শুরুর দিক। একটি গানের দৃশ্যের জন্য পরিচালকের সঙ্গে আলোচনা করছিলেন। সেইসময় প্রযোজক মধ্যস্থতা করে বলেন যে, ‛অন্তবাস দেখাতে হবে, নাহলে দর্শকেরা আসবে না সিনেমা দেখতে’। আর এই কথা শুনে প্রিয়াঙ্কা ছবি থেকে সরে যেতে চাইলে প্রযোজক অসন্তুষ্ট হয়েছিল। আর সেই সময় তাকে সাহায্য করেছিলেন সালমান খান।

প্রযোজক অন্তর্বাস দেখতে চেয়েছিলেন! বাঁচিয়েছিলেন সালমান, মুখ খুললেন প্রিয়াঙ্কা -

রীতিমতো প্রযোজকের এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। তবে সালমানের এই ভদ্রতা কোনদিনই ভোলেননি অভিনেত্রী। ফের একবার নতুন করে প্রিয়াঙ্কার এই অতীতের কথা ফিরে এসেছে।